দেশের নারী শক্তিকে সম্মান জানাতে ‘বাংলার সোনা মা’

স্বাধীনতার ৭৫তম বর্ষে আজাদি কা অমৃত মহাউৎসব উপলক্ষে দেশের নারী শক্তিকে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিয়েছিলেন শর্মিষ্ঠা আচার্য, অঙ্কিত সাউ ও দ্য জংশন হাউস। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের নাম 'রাষ্ট্রীয় বিজয় উৎসব বাংলার সোনা মা'। নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য দেশব্যাপী নারীদের সম্মান জানানো ও অ্যাসিড আক্রান্ত নারীদের, উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের নারীদের আত্মবিশ্বাস বাড়াতে ও সাহায্য দানের জন্য এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে।

SonaMaa1

সমাজসেবী লক্ষ্মী আগরওয়াল, যিনি নিজেও একসময় অ্যাসিড হামলার শিকার হয়েছিলেন তিনি ছিলেন এই অনুষ্ঠানের মুখ্য অতিথি। বলিউড অভিনেতা শালিল আচার্য, বিশাল সিং, পশ্চিমবঙ্গের মহিলা কমিশনার ডাঃ মারিয়া ফার্নান্ডেজ প্রাক্তনমন্ত্রী মদন মিত্র, রাজেশ সিনহা, অভিনেত্রী রিচা শর্মা, ঐন্দ্রিলা শর্মা, মল্লিকা বন্দোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, উষসী সেনগুপ্ত,  ভারতীয় সাঁতারু ইলা পাল, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকারের লড়াইয়ের অন্যতম মুখ সায়ন্তনী ঘোষ, অ্যাসিড হামলার শিকার হয়েও হারা না মানা সঞ্চয়িতা জাভেদ, পর্বতারোহী পিয়ালী বসাক, কলকাতা পুলিশের অফিসার শম্পা গুহ, টলিউড অভিনেত্রী সুদেষ্ণা রায়, আন্তর্জাতিক মহিলা টেবিল টেনিস খেলোয়াড় পৌলমী ঘটক, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্য স্রবন্তী বন্দ্যোপাধ্যায় প্রমুখ  

SonaMaa3

 

SonaMaa2

এটা শেয়ার করতে পারো

...

Loading...