নবদেবালয়- নবজাগরণের পথিকৃৎদের সমাধিস্থল

কলকাতার অলি-গলি, রাজপথে লেখা রয়েছে নানা গল্প। তার বুকে গড়ে ওঠা এক-একটি স্থাপত্য সময়ের হাত ধরে নিয়ে যায় সুদূর অতীতে। দাঁড় করিয়ে দেয় আমাদের ফেলে আসা কোন এক ঘটনার মুখোমুখি। যা আজও জীবন্ত। ফিসফিসিয়ে বলে যায় তারা আজও প্রাসঙ্গিক, সমসাময়িক।

 

শিয়ালদহ স্টেশন থেকে বেরলেই যে রাজপথে এসে পড়ি সেই রাজপথ আমাদের নিয়ে যায় রাজাবাজার। দাঁড় করায় কলকাতায় একসময় আলোড়ন তোলা মণীষীদের সান্নিধ্যে। যাঁরা আজ সেখানে নির্জন, নিরালায় নিশ্চিন্তে শায়িত। 'নবদেবালয়'।

'ভারতের ব্রাহ্ম সমাজের' প্রতিষ্ঠাতা কেশব চন্দ্র সেন আজ সেখানে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন। শুধু তিনি নন তাঁর পরিবারের সবাই আজ এই 'নবদেবালয় সমাধিস্থলের' বাসিন্দা।

nabadebalay

ভারতে যে সময় ধর্মীয় গোঁড়ামি চরম আকারে ছিল সেই সময় কিছু মানুষ অন্যভাবে ভাবতেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়।

ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে এক নতুন ধর্মের প্রতিষ্ঠা করেন। নাম দেন 'ব্রাহ্ম সভা'। ১৮৩৩ সালে তাঁর মৃত্যুর পর তাঁর  কর্মকান্ড এগিয়ে নিয়ে যান দেবেন্দ্র নাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন।

 

ব্রাহ্ম ধর্মকে আরও আধুনিক চিন্তার উপর প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন কেশব চন্দ্র সেন।

'ব্রাহ্ম সভা' থেকে বেরিয়ে এসে তিনি গড়ে তোলেন 'ভারতীয় ব্রাহ্ম সমাজ'। আর দেবেন্দ্র নাথ ঠাকুরের ব্রাহ্ম সমাজ 'আদি ব্রাহ্ম সমাজ' নামে পরিচিত হয়। কেশব চন্দ্র সেন শুধু ধর্মীয় সংস্কার নন সামাজিক সংস্কারেও ব্রতী হয়েছিলেন। তাঁর উদ্যোগে ১৮৭২ সালে সিভিল বিবাহ আইন পাশ হয়। ছেলে-মেয়েদের বিয়ের বয়সসীমা ১৪ আর ১৮ মধ্যে বেঁধে দেওয়া হয়।

 

 কেশব চন্দ্র সেনের সমাধি ভিক্টোরিয়া কলেজের ভিতরে 'নবদেবালয়ে' গেলে দেখতে পাওয়া যাবে। শুধু তিনি নন, তাঁর মেয়ে সুনীতি দেবী যাঁর বিবাহ কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে হয়েছিল এবং তাঁর বিবাহকে কেন্দ্র করেই 'ভারতের ব্রাহ্ম সমাজের' মধ্যে বিরোধ দেখা দেয়। সেই সুনীতি দেবীও পিতার পাশেই শায়িত আছেন।

nabadebalay-suniti

সুনীতি দেবী ছাড়া কেশব চন্দ্র সেনের অন্যান্য সন্তানরাও এই 'নবদেবালয়ে' সমাধিস্থ করা হয়েছে। সুচারু দেবী, করুণা চন্দ্র সেন, নির্মল চন্দ্র সেন, প্রফুল্ল চন্দ্র সেন, সরল চন্দ্র সেন, সুব্রত চন্দ্র সেন, সুজাতা দেবী, সাবিত্রী দেবী এবং মণিকা দেবীর সমাধিও 'নবদেবালয়ে'গেলে দেখা যাবে।

এপিসি রোড ধরে রাজাবাজারের কাছাকাছি ব্রাহ্ম সমাজের ডাকসাইটে নেতা ও তাঁর পরিবারের সমাধিস্থল 'নবদেবালয়'। এক সময় কলকাতা তথা ভারতের বুকে আধুনিক মতাদর্শ ও  ভাবধারার নবজাগরণ ঘটানো কাণ্ডারি আজ লোকচক্ষুর আড়ালে নিরালায় শায়িত আছেন। একান্ত নিরালায় থেকেও ইতিহাসের নানান গল্প বলে চলেছেন।

 

ছবিঃ ইন্দ্রজিৎ দাস

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...