পুজোর মরশুমে কলকাতা শহরে ব্রাজিলের রোনাল্ডিনহো, কেমন ভাবে কাটালো দিনটাকে?

পুজো এসে গেল। কলকাতায় এই দুর্দান্ত মরশুমে গত রবিবার রাতেই শহরের মাটিতে পা রেখেছিলেন কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। গতকাল তিনি একাধিক কর্মসূচিত ইভেন্টে অংশগ্রহণ নিয়েছিলেন। এই বছরের দুর্গাপুজোয় তিনিও সামিল ছিলেন কলকাতাবাসীদের সাথে।

সূচী অনুযায়ী, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পাশাপাশি ফুটবল অ্যাকাডেমিরও উদ্বোধন করলেন ব্রাজিলিয়ান এই মহাতারকা । 

Brazilian-football-legend-Ronaldinho-inaugurates-Sreebhumi-Durga-Puja-Pandal-in-Kolkata_11zon

সোমবার সকালে প্রথমেই রাজারহাটে মার্লিন রাইজ-এর রোনাল্ডিনহো ফুটবল অ্যাকাডেমির অনুষ্ঠানিক উদ্বোধন করলেন আর টেন ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করেন রোনালডিনহো। রোনাল্ডিনহোর দ্বারা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত ১৩টি একাডেমির মধ্যে এটিই ভারতের একমাত্র আর টেন (R-10) ফুটবল অ্যাকাডেমি। অন্যান্য একাডেমি গুলি পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত রয়েছে। 

এদিন ব্রাজিলিয়ান ফুটবলারকে দেখতে রাজারহাটের আবাসনে উপচে পড়ে গিয়েছিল অনুরাগীদের ভিড়।

এরপর সূচী অনুযায়ী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার কথা ছিল। প্রথমে, তিনি লেকটাউনে মারাদোনার মূর্তিতে মাল্যদান করেই চলে যান শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মণ্ডপে।

সেখানে গিয়ে শ্রীভূমি স্পোর্টিংয়ের মাঠে সম্বর্ধনা দেওয়া হয় রোনালডিনহোকে। সেখানে গিয়ে মণ্ডপে মাতৃদর্শন করেন রোনাল্ডিনহো। সেখানে ফুটবল পায়ে জাদুও দেখালেন ড্রিবলের রাজা। অন্যদিকে, গোলকিপারের ভূমিকায় দেখা গেল মন্ত্রী সুজিত বসুকে।

এরপরই তিনি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে দেখা করলেন রোনাল্ডিনহো। সেখানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসুও।

ব্রাজিলিয়ান ফুটবলারকে স্বাগত জানাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। রোনাল্ডিনহো আসতেই  উত্তরীয় পরিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মমতা এবং হাতে তুলে দেন একটি ফুটবলও।

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে কিংবদন্তি ফুটবলারকে স্বাগত জানাতে হাজির ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। অন্যদিকে মোহবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের কর্তারাও ছিলেন। ক্লাব জার্সিতে রোনালডিনহোর সই সংগ্রহ করেন বাকি সব প্রধান কর্তারা। 

এদিন ১৫ মিনিটের বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বেশ খানিকটা সময় কথাও বলেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী তাঁর থেকে বাংলায় ফুটবলের উন্নতির বিষয়ে অনেক পরামর্শ চান এবং রোনাল্ডিনহো মুখ্যমন্ত্রীকে একটি ব্রাজিলের জার্সিও উপহার হিসেবে দেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...