হাড়ের ব্যথায় অবহেলা নয়

প্রথমে একটা ঝিলিক দিয়ে ব্যাথা ওঠে, তারপর গাঁটে গাঁটে, হাড়ের মধ্যে ছড়িয়ে পড়ে। অসহ্য যন্ত্রণা। এমন যন্ত্রণাকে একেবারে প্রাথমিক পর্যায়ে বাতের ব্যথা বা সাধারণ হাড়ের যন্ত্রণা বলে মনে হলেও হতেই পারে হাড়ের ব্যথাও ক্যানসারের লক্ষণ। বোন ক্যানসার হল ম্যালিগন্যান্ট টিউমার যা স্বাভাবিক বোন টিস্যুগুলিকে নষ্ট করে দেয়। হাড়ের মধ্যে বাসা বাঁধে।  

শিশু-কিশোর ও বয়স্কদের মধ্যে হাড়ের ক্যানসারের প্রবণতা দেখা যায়। কিন্তু ঠিক কী কারনে এই ক্যানসার হয়, তার সঠিক কারণ এখনও গবেষণার বিষয়। বোন ক্যানসারকে বিরল ধরনের ক্যানসারের পর্যায়ভুক্ত করা হয়।

আচমকা হাঁটতে চলতে অসুবিধা, হাড় ভঙ্গুর হয়ে পড়া-এই সব সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে অন্যান্য ক্যানসারে লক্ষ্ণ আঁচ করা গেলেও  হাড়ের ক্যানসারের লক্ষণ অনেক সময় অস্পষ্ট থাকে।

তবে, অনেকসময় শোনা যায়, যে হাড়ে চিড় ধরলে, বা ভেঙে গেলে সেখান থেকে ক্যানসারের জন্ম নিতে পারে।এই ধারণা একেবারেই ভুল।

অন্যান্য সব ধরনের ক্যানসারের মতোই রেডিয়েশন এবং সার্জারির মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠে।

পূর্ব ভারত তো বটেই, দেশের অন্যতম সেরা ক্যানসার চিকিৎসা কেন্দ্র সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। চিকিৎসা এবং যোগ সংক্রান্ত তথ্য মেলে  সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ওয়েবসাইটে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...