Bollywood News: চুল কেটে দান করলেন সোনম কাপুর, ভাইরাল ভিডিয়ো

নিজের ঘন কালো চুল কেটে ফেলার সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তবে শুধু কি হেয়ার স্টাইলিং –এর জন্য? মোটেই নয়। এবার নিজের চুল দান করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আর সেই উদ্দ্যেশ্যেই চুল কেটে ফেললেন তিনি।

 

হাইলাইটসঃ
১। লম্বা চুল কেটে ফেললেন অভিনেত্রী সোনম কাপুর
২। নিজের ১২ ইঞ্চি চুল দান করলেন তিনি
৩। এর জন্য বাবা অনিল কাপুরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী

 

নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সোনম নিজের ১২ ইঞ্চি চুল চুল কেটে ফেলছেন। তিনি বলছেন যে, এটাই সঠিক সময় চুল দান করার। ভিডিয়োটির ক্যাপশনে বাবা অনিল কাপুরকেও ধন্যবাদ জানিয়েছেন সোনম। বাবার ভালো জিনের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দীর্ঘ বেশ কিছু বছর ধরে সোনমের হেয়ারস্টাইলিস্ট পিট বার্কিল। তাঁর কাছেই এই ভালো কাজের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। এটি তাঁর কাছে এক ইচ্ছেপূরণ। প্রিয় অভিনেত্রীর এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন তাঁর অনুরাগীরা। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...