Bollywood News: মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জারিওয়ালা

প্রয়াত বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে তাঁর। শুক্রবার রাতে আন্ধেরি এলাকায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। মুম্বইয়ের কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তাঁর দেহ।

২০০২ সালের ইন্ডি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন শেফালি। এরপর ২০০৪ ‘মুঝসে শাদি করোগে’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। ২০০২ সালে তিনি প্রথম বিয়ে করেছিলেন গায়ক হরমিত সিংহকে। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর ২০১৪ সালে শেফালি বিয়ে করেন ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের অভিনেতা পরাগ ত্যাগীকে। দুজনে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনেও অংশগ্রহণ করেছিলেন। এমনকি ‘বিগ বস ১৩’ –এ অংশ নিয়েছিলেন শেফালি। সেই শো থেকেও প্রবল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি।

কিন্তু মাত্র মাত্র ৪২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। জানা গিয়েছে, একসময় মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি। কিন্তু পরবর্তীকালে সেই রোগ থেকে সেরেও উঠেছিলেন। স্বামী পরাগকে নিয়ে সুখেই সংসার করছিলেন। নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন । কিন্তু এর মাঝেই ঘটে গেল অঘটন।

সমাজমাধ্যমে শেফালির শেষ পোস্ট ছিল সিদ্ধার্থ শুক্লকে ঘিরে। ২০২১ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ। বিগ বস এর ঘরে সিদ্ধার্থের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাঁর। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...