Bollywood News: অযোধ্যায় কোটি কোটি টাকার সম্পত্তি কিনলেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন

শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও ‘রাজা’ হয়ে রাজত্ব করে চলেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। একদিকে অভিনয় জগতে তাঁর দাপট অব্যাহত, অন্যদিকে ধাপে ধাপে বাড়ছে তাঁর রিয়েল এস্টেট সাম্রাজ্য। এবার পুণ্যভূমি অযোধ্যাতে বিনিয়োগ করলেন তিনি। প্রায় ৪০ কোটি টাকা দিয়ে অযোধ্যাতে তিনি প্রায় ২৫,০০০ বর্গফুট জমি কিনেছেন। বিলাসবহুল সরযূ রিয়েল এস্টেট প্রকল্পের নিকটে অবস্থিত অভিনেতার এই জমিটি।

তবে শুধু এখানেই বিরতি নেননি বিগ বি। বলিউডের প্রযোজক আনন্দ পণ্ডিতের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট ফার্মে ২০ কোটি টাকা বিনিয়োগ করেছেন তিনি। পূর্বেও পুণ্যভূমি অযোধ্যায় বিনিয়োগ করেছেন তিনি। রাম মন্দির নির্মাণের ঠিক আগেই ৪.৫৪ কোটি টাকার বিনিময়ে একটি ৫৩৭২ বর্গফুট জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন।

বর্তমানে রাম মন্দির নির্মাণ ঘিরে অযোধ্যার পরিকাঠামোগত ও পর্যটন উন্নয়নের সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকেই কাজে লাগাতে চাইছেন অভিনেতা। অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চন ট্রাস্টের অধীনে ৫৪০০০ বর্গফুট জমির রেজিস্ট্রেশনও করিয়েছিলেন তিনি। বাবার স্মৃতিতে সেই জমিতে একটি স্মৃতিচিহ্ন তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।

গত বছর নির্বাচনের সময় রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের সম্পত্তি সংক্রান্ত হলফনামায় উঠে এসেছিল বচ্চন পরিবারের মোট সম্পত্তির মূল্য। সেই হলফনামায় জানা গিয়েছে যে, এই তারকা দম্পতির মোট সম্পত্তির মূল্য প্রায় ১৫৭৮ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ৮৪৯.১১ কোটি টাকার অস্থাবর এবং ৭২৯.৭৭ কোটি টাকার স্থাবর সম্পত্তি। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...