ফরাক্কা ব্যারেজের ওপর দাউ দাউ করে জ্বলে উঠল পণ্যবাহী ট্রাক! সকাল্বেলায় ভোগান্তির মুখে আমজনতা

বুধবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ফরাক্কা সেতুতে! উত্তরবঙ্গ থেকে আসা এক পণ্যবাহী ট্রাকে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে। জানা গিয়েছে এই ঘটনাটি বুধবার সকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো ট্রাকটি।

আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশাল পুলিশবাহিনী, কেন্দ্রীয়বাহিনী সহ দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালবেলা থেকেই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট সৃষ্টি হয় ব্যারেজে। এই দুর্ঘটনার জেরে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হয়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সড়কপথ যোগাযোগ। পাশাপাশি ব্যাহত রেল পরিষেবা। তবে আপাতত ডাউন লাইনে রেল চলাচল স্বাভাবিক বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের কাছে উত্তরবঙ্গগামী পণ্য পরিবাহী একটি ট্রাকে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তব্যরত সিআইএসএফ প্যানের টিম। গোটা ব্যারেজ জুড়ে তীব্র যানজট শুরু হয়ে যায়।

ব্রিজের উপর আটকে থাকা কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেওয়া এক যাত্রী জানিয়েছেন যে তাঁরা শিলিগুড়ি যাচ্ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখেন ফরাক্কা ব্যারেজে অগ্নিকাণ্ডের জেরে যান চলাচল বন্ধ। তাই সেই কারণে সবাইকে ভুগতে হচ্ছে।

অন্যদিকে, দায়িত্বে থাকা দমকল আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ট্রাকটিকে ব্যারেজের উপর থেকে দ্রুত সরিয়ে, যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি আশা করছেন কিছু ক্ষণের মধ্যেই সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...