করণ-বিপাশার পরিবারে আসতে চলেছে নতুন সদস্য

পরিবারে আসতে চলেছে নতুন সদস্য‌। এমনটাই জানালেন বলিউডের তারকা দম্পতি করণ-বিপাশা। আগেও বহু বার বিপাশার গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে ছিল ভক্তদের মধ্যে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়াতে বিপাশা নিজেই নিশ্চিত করেছেন যে খুব তাড়াতাড়ি এক নতুন সদস্য আসতে চলেছে বিপাশা ও করণের জীবনে। তিনি বলেছেন, "একটি নতুন সময়, একটি নতুন অধ্যায়, একটি নতুন আলো আমাদের জীবনে খুশি যোগ করে তুলবে। আমরা পৃথকভাবে এই জীবন শুরু করেছি এবং তারপরে আমাদের একে অপরের সাথে দেখা হয়েছে এবং তখন থেকে আমরা দুজন একসঙ্গে ছিলাম। আমরা একসময় দুজন ছিলাম এবার তিন হয়ে যাব। আমাদের শিশু শীঘ্রই আমাদের সাথে যোগ দেবে এবং আমাদের জীবনে আনন্দ যোগ করবে......"

তার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন বিপাশা। যেখানে তার বেবি ব্যাম্প দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার হতে না হতে ভাইরাল হয়ে গিয়েছে। বিপাশার এই পোস্টে কমেন্ট করে তাকে ধন্যবাদ জানিয়েছেন করণ। এছাড়াও বিপাশাকে শুভেচ্ছা জানিয়েছে সোফি চৌধুরী, মালাইকা অরোরা, নীলম সোনি‌। 

২০১৬ সালে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিপাশা বসু ও করণ সিং গ্ৰোভার। তারপর কেটে গিয়েছে ৬ বছর। এবার তাদের জীবনে আসতে চলেছে এক নতুন সদস্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...