কাশীর মহাসাধক হরিহর বাবাজি

সারা দেহে এক টুকরো বস্ত্র নেই উলঙ্গ অবস্থায় কাশীতে গঙ্গার ঘাটে বসে থাকেন এক সন্ন্যাসী। নাম তার হরিহর বাবা। অনেকেই তাকে ভালোবাসেন, অনেকেই তাকে শ্রদ্ধা করেন, অনেকেই তাকে অবতার পুরুষ বলে মনে করেন। আবার এমন অনেক মানুষ আছেন যারা তাকে বলে পাগল, কেউ বা বিদ্রুপ করেন তো কেউ আবার ভক্তি করেন। যে কেউ পাতার ঠোঙাতে করে,তাকে যা কিছু খাবার এনে দেন, তিনি সে খাবারই খান। একদিন একদল দুরন্ত ছেলে ঠোঙায় করে কিছুটা কাক বিষ্ঠা তার মুখের সামনে ধরতেই তিনি সবটাই খেয়ে ফেললেন। সেদিন রাত্রে দেখা গেল ওই ছেলের দলে মারাত্মক ভেদবমি ও কলেরা রোগ হয়েছে। ছেলেদের মনে এইবার ভয় জাগল সন্ন্যাসীকে কাকবিষ্ঠা খাওয়ানোর ফলেই কি তবে সবার এরকম হল?

তারা ভয়ে নিজেদের অভিভাবকদের সব বললেন।  ছেলেদের মুখে সব কথা শুনে তাদের অভিভাবকরা হরিহর বাবাজির কাছে গিয়ে উপস্থিত হলেন, তার গিয়ে সটান বাবাজির পায়ে ধরে বললেন, বাবাজি ছেলেরা কিছু জানে না, তাদের ক্ষমা করুন। 

বাবাজি বললেন,আমার কাছে তো ওরা কোন অন্যায় করে নি। করেছে প্রভু রামজীর কাছে। যে যা দেয়, আমার দেহ থেকে প্রভু রামজি তা গ্রহণ করেন। রাম নাম কীর্তন করো প্রভু নিশ্চয়ই বাচ্চাদের ভালো করে দেবেন। অভিভাবকরা তখন সকলে মিলে রাম নাম কীর্তনের আয়োজন করলেন এর ফলে ছেলেরা সম্পূর্ণ সুস্থ হয়ে গেলো।

এই ছেলের দলকে তিনি যেমন রক্ষা করেছিলেন তেমনি রক্ষা করেছিলেন তার ভক্ত মঙলু জেলেকে। একবার ভক্ত মঙলু জেলের একবার ভয়ঙ্কর সংকট উপস্থিত হল, রাম নাম কীর্তন শেষে ভক্তরা বিদায় নিয়েছে বাবাজি শুনতে যাবেন এমন সময় মংলু এসে জানালো, কিছু দেনার দায়ে পড়েছে সে। ভেবেছিল গঙ্গায় জাল ফেলে মাছ ধরে সকল দেনা শোধ করবে কিন্তু কয়দিন ধরে তার জালে একদমই মাছ উঠছে না। বাবা যদি এখন কৃপা করেন, হরিহর বাবা বললেন, রাম নাম কর আর গঙ্গা মায়ীর নাম করলে নিশ্চয়ই তোমার প্রার্থনা পূর্ণ হবে। বাবার যেমন কথার তেমনই কাজ হল। মহাসিদ্ধ যোগী পুরুষ তিনি, তার কথা না ফলে যাই কোথায়? পরের দিন দেখা গেলবাবাজির কথা মত জালে প্রচুর মাছ ধরা পড়েছে এবং তার দেনাও শোধ হয়ে গেছে।

কিন্তু এই হরিহর বাবাজির পূর্ব জীবন কী তা অনেকেই জানেন না,কী তার পূর্ব নাম? কেমন কেটেছিল তার বাল্যকাল? কেনই বা তিনি সন্ন্যাস জীবন বেছে নিয়েছিলেন? কতটা কঠোর ছিল তার সাধন প্রণালী? তাই আজকে বলব আমার এই প্রতিবেদনে। 

এই সন্ন্যাসীর পূর্ব নাম ছিল সেনাপতি। বিহারের ছাপরা জেলার জাফরপুর গ্রামে আনুমানিক ১৮২৯ খ্রিস্টাব্দে তার জন্ম। তার পিতা ছিলেন তেওয়ারি ব্রাহ্মণ। সংসারে কোন অভাব অনটন ছিল না, কিন্তু অল্পবয়সে পিতা-মাতার মৃত্যু হওয়ার পর সংসারে আচমকা দুর্যোগ নেমে আসে তার, এরপর আত্মীয়দের সাহায্যে কোন রকমে সংসার চলতে থাকে তাদের। একদিন সেনাপতি দেখতে পায় গ্রামের শেষ প্রান্তে এক গাছের তলায় এক সন্ন্যাসী বসে আছেন, সে তার কাছে নিজের জীবনের সমস্ত দুঃখের কথা জানিয়ে বলে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। সন্ন্যাসী বলেন," সে কী বেটা? এই বয়সে সংসার ছাড়বি কেন?"সেনাপতি বলেন,"সংসার আমার আগেই ভেঙে গেছে, দয়া করে আমাকে শান্তিতে বাস করবার সন্ধান দিন।" সন্ন্যাসী তখন বললেন,"আমি হরিহর ছত্রের মেলায় যাচ্ছি চল আমার সঙ্গে। "

সন্ন্যাসীর সঙ্গে হরিহর ছত্রের মেলায় গিয়ে উপস্থিত হল সেনাপতি, হরিহরনাথের মন্দিরের কাছে তার দেখা হল এক মহাপুরুষের সাথে, সেনাপতি তার কাছে রামমন্ত্রে দীক্ষা নিলেন, যোগ ও তন্ত্রের নানা গূঢ় সাধন উপদেশ ও পেলেন সেই মহাপুরুষের কাছে। এরপর‌ই সেনাপতির নতুন নাম হলহরিহর। কয়েকদিন পরে গুরু তার শিষ্য কে বললেন," বেটা তুমি অযোধ্যায় চলে যাও সেখানে সরযূর তীরে বসে শুরু করো সাধন ভজন। সরযূর তীরে কিছুকাল কৃচ্ছ্র ব্রত সাধন করবার পর হরিহর লছমন গড়হির দিকে আসছেন, হঠাৎ দেখা হল প্রাচীন জটাধারী এক বৈষ্ণবের সাথে।

তিনি বললেন," ব্যাটা তুমি এসে গেছ? প্রভু রামচন্দ্রজীর আদেশে আমি তোমাকে দীক্ষা মন্ত্র দান করব।" দীক্ষা অনুষ্ঠান শেষ হল, সাধন ভজনের কতগুলি উচ্চতর পদ্ধতি হরিহর ভাইয়াকে আয়ত্ত করিয়ে গুরুজী একদিন বললেন," ব্যাটা আমার কাজ শেষ হয়েছে, তুমি আমার এই গুম্ফার ভিতরে বসেই ভজন সাধন কর,অচিরেই রামচন্দ্রের কৃপা লাভ হবে।"

সেদিন চোখের জলে গুরুদেবকে বিদায় দিয়ে হরিহর ভাইয়া কঠোর সাধনা শুরু করলেন। দেখতে দেখত কেটে গেল কয়েক বছর‌‌। এই কয়েক বছরের মধ্যে তার ইষ্ট দর্শন হল, এরপর তিনি সারা ভারতে পরিভ্রমণ করে বেড়ালেন। পরবর্তীকালে হরিহর বাবাজি কাশীর তুলসী ঘাটে অবস্থান করতে থাকেন। পবিত্র কাশীধামে বিশ্বনাথের নিজপুরীতে কখনো তিনি মলমূত্র ত্যাগ করতেন না, প্রতিদিন শেষ রাত্রে সাঁতার কেটে ওপারে চলে যেতেন সেখানে প্রাতঃকৃত্য সেরে আবার ফিরে আসতেন। শীত, বর্ষা,ঝড় জল সবকিছুকেই অগ্রাহ্য করে তিনি এই কাজ করতেন। এরপরই জনসমাজের কল্যাণকারী সাধক রূপে হরিহর বাবাজি রূপে তার আত্মপ্রকাশ হয়‌।

সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় তিনি বসে থাকতেন তা নিয়ে অনেকেই তার  সমালোচনা করতেন, তবে অনেকেই তাকে ভক্তি শ্রদ্ধা করে দূর-দূরান্ত থেকে ছুটে আসতেন।

একবার কাশীর রাজপথে একটা ভয়ংকর শোরগোল তৈরি হয়েছিল কাশীরাজের একটি হাতি খেপে গিয়ে রামনগরের সবকিছু লন্ডভন্ড করে গঙ্গা সাঁতরে আসছিল,তার উন্মত্ততা দেখে বোঝা যাচ্ছিল সে কাশী শহর  এবার ধ্বংস করে দেবে! তুলসী ঘাটে হরিহর বাবাজি ইষ্ট ধ্যানে মগ্ন গঙ্গা আছেন! গঙ্গা পেরিয়ে ক্ষ্যাপা হাতি এসে পড়েছে তুলসীঘাটের কাছে। লোকজন সবাই ইতস্তত হয়ে ছুটে পালাচ্ছে এদিক ওদিক,ভয়ে সবাই জোরে জোরে চিৎকার করছে, ভাবছে এইবার বুঝি বাবাজির ভবলীলা সাঙ্গ হল! কিন্তু কি আশ্চর্য লীলা ঘটল! হরিহর বাবাজির দিকে এগিয়ে এসেই হঠাৎ পাগলা হাতি তার শুঁড় নামিয়ে নিল ও আজ্ঞাবহ ভৃত্যের মতো দাঁড়িয়ে রইল। এমন অলৌকিক ঘটনা বহু কাল কাশীর জনগণের মনে রয়ে গিয়েছিল।

হরিহর বাবার বয়স ক্রমশ বাড়ছিল আর তার শরীর‌ও ক্রমশ  খারাপ হয়ে পড়ছিলো দেখে ভক্তরা চিন্তিত হয়ে তার থাকবার জন্য বজরার ব্যবস্থা করলো। এই ভাসমান আশ্রমটি ছিল অহরাত্র ভজন কীর্তন ও রামায়ণ গীতার ব্যাখ্যা ও ভাষণের আধ্যাত্মিক কেন্দ্র। রোগ শোক জর্জরিত মুমুক্ষু মানুষেরা দলে দলে আসতো বাবাজির কাছে, তার কথা , গান, তার দোহার মাধ্যমে তারা পেতো শান্তি প্রলেপ। হরিহর বাবাজি তাদের বলতেন,তোমাদের ভয় কী? খাস শিবপুরীতে রয়েছ তোমরা, এই মহাধামে বসে নিরন্তর রাম নাম জপ করো, সংসার চক্র থেকেও রাম রাম ধরে থাকো, সব অভাব ঘুচে গিয়ে জীবনে ফুটে উঠবে দিব্য জ্যোতি।

নেপালের মহরানা কাশীতে এসে মহা সাধক হরিহরের বজরায় এলেন, তার সাথে দেখা করতে। এই মহাযোগী কে দেখে তিনি বললেন, সারা জীবন তো রাজসিক মনোবৃত্তি নিয়ে কাটালাম এবার ব্যাকুল হয়েছি পারের কড়ির জন্য, কিন্তু সংসারের জালে আবদ্ধ আমি, কীভাবে পারানির কড়ি পাবো প্রভু?"হরিহর বাবাজি তাকে বললেন, রামনাম ছাড়া পরম বস্তু পাবার আর কোন সহজ পথ আমার জানা নেই।

বাল্মিকী বল্মীক স্তুপের ভেতর থেকে এই নাম সাধন দেখিয়ে গিয়েছেন। আপনিও সংসার বল্মিকে থেকে নাম রসে মত্ত হন। সব বাধা দূর হয়ে যাবে। হরিহর বাবা তার দীর্ঘ জীবনে কখনও কাউকে দীক্ষা মন্ত্র দেননি, তিনি অগণিত নরনারীর মনে রাম নামের উৎসাহ জাগিয়েছেন, পরমপথের সন্ধান দিয়েছেন। 

১৯৪৯ সালের ১ জুলাই  এই মহাসাধকের মহাপ্রয়াণ দিবস। তবে দিব্য এই পুরুষের কাছে মৃত্যুও তো স্বেচ্ছাধীন। নিজের দেহত্যাগের কথা তাই আগাম জানিয়ে ছিলেন ভক্তদের। কয়েকদিন আগেই তিনি ভক্তদের কাছে বলে ছিলেন,"গাছ বড় জীর্ণ ও পুরোনো হয়ে গেছে, একে আর রাখা ঠিক নয়।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...