বাংলা সিনেমাপ্রেমীদের জন্য রইল বিরাট খবর, এবারের পুজোয় খোলা থাকবে নন্দন

এবারের পুজোয় বক্স অফিস একেবারে জমজমাট। চার-চারটে বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে এই পুজোয়। দুর্গা মন্ডপের সাথে সাথে সিনেমা হলের সামনে দেখা যাবে ভীড়। কোনদিনে কোনটা দেখবেন? ঠিক করেছেন?

মাল্টিপ্লেক্স-সিঙ্গল স্ক্রিনের টিকিট তো পাওয়া যাবে, তবে নন্দন কি খোলা থাকবে? এই প্রশ্নের উত্তর যারা চাইছো তাদের জন্য রয়েছে বিরাট এক সুখবর। এবারের পুজোয় বাংলার অন্যান্য সিনেমা হলের পাশাপাশি নন্দন খোলা থাকবে সকল সিনেমাপ্রেমীদের জন্য।

6557330445f63eeaafceeabd8915958f

সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স থাকলেও, নন্দনে বাংলা সিনেমা দেখার মজাই আলাদা। এখনও বহু সিনেপ্রেমীদের মতে নন্দনের মাহাত্ম্য পুরোটাই আলাদা। সিনেমা দেখে একটা আলাদা অনুভূতি আসে।

জানা গিয়েছে, গত ৭ অক্টোবর থেকে নন্দনে মেরামতির কাজ শুরু হচ্ছে। আগামিকাল অর্থাৎ বুধবারের মধ্যেই তা শেষ হয়ে যাওয়ার কথা ছিল এবং তা হয়ে গেলেই সিনেমা দেখানোর পালা শুরু হয়ে যাবে। শোনা গিয়েছে যে শুধুমাত্র দশমীর দিন পরিকল্পনা করা হয়েছে প্রেক্ষাগৃহ বন্ধ রাখার।

এবার পুজোয় হতে চলেছে ‘চতুর্ভুজের’ লড়াই।

আজ অর্থাৎ মঙ্গলবার মুক্তি পেল কোয়েল মল্লিকের ‘জঙ্গলে মিতিন মাসি’। অরিন্দম শীলের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন কোয়েল।

এরপর ১৯ অক্টবর ৩টে ছবির মুক্তি একসাথে। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী।

এর সঙ্গেই জোর টক্কর দিতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’। এই ছবিতে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত, জয়া আহসান।

আবার অন্যদিকে, সবাইকে ফেলে জোর কদমে প্রথম থেকেই টক্কর দিয়ে এসে মুক্তি পাবে ‘বাঘা যতীন’। পুজোর মধ্যেই সুপারস্টার দেব নিয়ে আসছেন দেশাত্মবোধে মোড়া ছবি। বাংলার বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কবে কোন ছবি নন্দনে শো পাবে না এখনো জানা যায়নি। এই টক্করে কে জিতবে সেটাই এখন দেখার বিষয়। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...