এ বার বিদ্যা বালন ‘হিউম্যান কম্পিউটার’

বলিউডের রঙিন পর্দায় রঙচঙে নানা নায়িকার আবির্ভাব ঘটে। ফিল্মে কেন্দ্রবিন্দু হয়ে ওঠার অদ্ভুত এক পথচলায় নিজেকে দারুনভাবে গড়ে তুলেছেন এই সম্পূর্ণ নায়িকা। বিদ্যা বালন। সাম্প্রতিক অতীতে ‘ভুলভুলাইয়া’, ‘ডার্টি পিকচার’, 'তীন' থেকে শুরু করে ‘হালফিল’, ‘মিশন মঙ্গল’, ‘তুম্হারী সুল্লু’, ‘কহানি এক ও দুই-এর মত মশলা ছবির পাশাপাশি হল্লা বোল’, ‘নো ওয়ান কিল জেসিকা’, ‘হমারি অধুরি কহানি-র মতো গুরুগম্ভীর ছবিতেও নিজের জাত চিনিয়েছেন বিদ্যা বালন।

                    ৮ মার্চ ২০২০ তে মুক্তি পেতে চলেছে পরিচালক 'অনু মেননে'র 'শকুন্তলা দেবী'। অংকের জটিল প্রশ্ন যেমন অক্লেশে সহজ করে ফেলতেন শকুন্তলা, তেমনই কি ছন্দময় ছিল তাঁর জীবন, নাকি অন্য কিছু? সেই শকুন্তলা দেবী, যাঁকে বলা হয় ‘হিউম্যান কম্পিউটার'- ম্যাথমেটিক্স জিনিয়াস বলে যিনি চিহ্নিত দেশে বিদেশে। কেমন ছিল তাঁর ব্যক্তিগত জীবন? কেমন ছিল তাঁর স্বামী পরিতোষ ব্যানার্জী? সে সবেরই  হদিশ জমজমাট গল্পের আকারে তুলে ধরেছেন অনু মেনন। নাম ভূমিকায় অবশ্যই বিদ্যা বালন। ওঁর স্বামীর ভূমিকায় কলকাতার 'যীশু সেনগুপ্ত' সহ রয়েছেন শকুন্তলার মেয়ের ভূমিকায় 'সন্যা মলহোত্রা', জামাইয়ের ভূমিকায় 'অমিত সোধ', বিশেষ চরিত্রে 'অবিনাশ তিওয়ারি' প্রমুখ। এই ছবিতে ছোট শকুন্তলার ভূমিকায় 'স্পন্দন চতুর্বেদী'। সঙ্গীতে 'তনিসু বাগচী' এবং ক্যামেরায় রয়েছেন 'সুদীপ চ্যাটার্জী'

          এ বছরেই মে মাসে মুক্তি পাবে 'প্যাডম্যান'-খ্যাত পরিচালক 'আর বালকি'র নতুন ছবি 'মহিলা মন্ডলী'। ব্যতিক্রমী ছবির রসায়নে বালকি এবং অভিনেতা 'অক্ষয়কুমার' নিজেকে প্যাডম্যান-এ প্রমাণ করেছেন। মহিলা মন্ডলী তে রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে অক্ষয় এবং বিদ্যা বালন। অপর একটি চরিত্রে 'নিমরত কৌর'কেও দেখা যাবে।

         বছরের শেষে মুক্তি পাবে 'অমিত মশুরকরে'র ছবি 'শেরনী'। এ ছবিরও কেন্দ্রীয় চরিত্রে বিদ্যাকে বাঘিনীর অনন্য ভূমিকায় পাওয়া যাবে। প্রতিটি চরিত্রই চ্যালেঞ্জিং। ছবিগুলি মুক্তির অপেক্ষায়, মুক্তির পরই বোঝা যাবে চ্যালেঞ্জে নিজেকে কীভাবে মাত করলেন বিদ্যা।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...