ভূত শব্দটা শুনলেই শিহরণ জেগে ওঠে সকলের মনের ভিতর। মনে হয় অন্ধকারেই দাঁড়িয়ে আছে এক অশরীরী। তাই ভূতের ভয় পান এমন মানুষ সারা ভারতে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর সময়টা যদি হয় ভূত চতুর্দশী তাহলে ভয় আরও বেশি থাকবে। তবে বাস্তবের ভূতের চেয়ে সিনেমার পর্দায় ভূতের দেখা পেয়েছে সকলেই। এমনি কিছু হাড় হিম করা ভূতুড়ে ছবির তালিকা তুলে ধরা হল এই নিবন্ধে।
কনজিউরিং(২০১৩): ভয়ের ছবি বললেই আজকের দিনে সবচেয়ে বেশি যে ছবির কথা মনে পড়বে সেটা হল কনজিউরিং সিরিজের কথা। ২০১৩ সালে এই সিরিজের প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল। ছবির পরিচালনা করেছিলেন জেমস ওয়ান। ছবির গল্প দর্শকদের মুগ্ধ করে ছিল। ছবিতে ভূত বিশারদ এক দম্পতির গল্প তুলে ধরা হয়েছে।
অ্যানাবেল(২০১৪): কনজিউরিং সিরিজের গল্প এগিয়ে নিয়ে গিয়েছে অ্যানাবেল ছবিটি। জন রবার্ট লিওনেটির পরিচালনায় নির্মিত এই ছবিতে ভয়ের পাশাপাশি ছিল থ্রিল। যা সকল দর্শকদের আকৃষ্ট করেছিল এই ছবি দেখার জন্য।
কনজিউরিং-২(২০১৬): এরপরেও কনজিউরিং সিরিজের মোট ছয়টি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে অন্যতম হল কনজিউরিং-২। এই সিরিজের অন্যান্য ছবিগুলোর মতো এটাও খুব পছন্দ হয়েছিল দর্শকদের। ছবির পরিচালনা করেছিলেন জেমস ওয়ান।
নান(২০১৮): রহস্য ও রোমাঞ্চে ভরা নান ছবিটি কনজিউরিং সিরিজের আরও একটি জনপ্রিয় ছবি। করিন হার্ডি পরিচালিত এই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। ছবির মূল গল্প ছিল একজন নানকে কেন্দ্র করে।
জুনুন(১৯৯২): হলিউডের পাশাপাশি বলিউডেও হরর ছবি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম হল জুনুন। এই ছবিতে একটি মানুষকে বাঘের রূপ নিয়ে অন্য মানুষদের হত্যা করতে দেখা গিয়েছিল। একটি অভিশাপের ফলেই তার এই অবস্থা হয়েছিল। সম্পূর্ণ নতুন ভাবনার উপর নির্মিত এই হরহর ছবিটি খুব জনপ্রিয়তা অর্জন করেছিল।
মহাকাল(১৯৯৪): নব্বইয়ের দশকের হাড় হিম করা ভুতুড়ে ছবির তালিকায় নাম রয়েছে মহাকাল-এর। জনপ্রিয় এই ছবির গল্প এক ম্যাজিশিয়ানকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। ভয়ঙ্কর রূপের সেই ম্যাজিশিয়ানকে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে।
১৯২০(২০০৮): বিশ শতকের মাঝামাঝি সময়ে হিন্দি সিনেমার দর্শকদের জন্য আরও একটি জনপ্রিয় হরহর ছবি নিয়ে এসেছিল পরিচালক বিক্রম ভট্ট। ছবির প্রথম ট্রেলার দেখে বহু দর্শকের এই ছবি নিয়ে আকর্ষণ আরও বেড়ে গিয়েছিল। ছবির সাফল্যের পর এই সিরিজের আরও তিনটি ছবি মুক্তি পেয়েছিল।
রাজ(২০০২): বিক্রম ভট্টের পরিচালনায় মুক্তি পেয়েছিল রাজ ছবিটি। ভারতীয় সিনেমার জগতে হরহর ছবি হিসেবে এই ছবি আজও যথেষ্ট জনপ্রিয়। এই ছবির জন্য হিন্দি সিনেমার দর্শকরা অনেক দিন পর হরর ঘরানার গল্প সিনেমার পর্দায় দেখার সুযোগ পেয়েছিল।
কৃষ্ণা কটেজ(২০০৪): শান্তারাম বর্মার পরিচালনা নির্মিত পাওয়া এই ছবিটি জনপ্রিয়তা অর্জন করেছিল সারা দেশে। ছবির ভুতুড়ে গল্পের পাশাপাশি রহস্য রোমাঞ্চে ভরা নান ঘটনা দেখা গিয়েছিল।