খেলা যখন শুরু হয় তখন ভয় থাকে না। থাকে না হার কিংবা জিত। থাকে শুধু খেলার আনন্দ। খেলার বয়স যত ঘনায় তত বদলে যায় খেলার ভাষা। দাম্পত্যও যেন তেমনি এক খেলা। অনুরাগে- অনুযোগে-অভিমানে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সে খেলার ভাষা। দাম্পত্য পর্বের পালাবদল কে কলমে ধরে ছিলেন নবনীতা দেবসেন। তাঁর 'খেলা যখন' গদ্যে।
' খেলা যখন' মঞ্চে উপস্থাপন করতে চলেছে ভবানীপুর আনন্দম'। নাট্যরূপ ও নির্দেশনায় ড. কাকলি ভট্টাচার্য।
১৫ ফেব্রুয়ারি সন্ধে ৬ টায় সুজাতা সদনে মঞ্চস্থ হতে চলেছে একাঙ্ক নাটক 'খেলা যখন'। অভিনয়ে তুসান মজুমদার, শ্রীপর্ণা সরকার, দেবরূপ সেনগুপ্ত, শ্রীময়ী মিত্র, অরুণাভ দাশগুপ্ত, সৃজিতা রায় মুখার্জি, অরূপ গাঙ্গুলী, কাকলি ভট্টাচার্য, শুভেন্দু সাহা, বিনতা রায় চৌধুরী। বিশেষ ভূমিকায় দীপিকা মন্ডল। সঙ্গীত অনিন্দ্য ভট্টাচার্য।
১৫ - ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার সুজাতা সদনে দু'দিন ব্যাপি নাট্য উৎসবের আয়োজন করেছে ভবানীপুর আনন্দম।
আয়োজক নাট্য সংস্থা ছাড়াও বেশ কয়েকটি নাট্য দল অংশগ্রহণ করছে এই উৎসবে। ক্রিয়েটিভ বেহালা, ভিশন মিডিয়া কমিউনিকেশন, টালিগঞ্জ নিত্য নাট্য এবং গার্ডেনরিচ প্রতিচ্ছবি'র প্রযোজনা দেখা যাবে উৎসবে। উৎসবের গর্বিত ডিজিটাল পার্টনার জিয়ো বাংলা।
In English

