বেঙ্গালুরুর তিনটি পুলিশ স্টেশন বাচ্চাদের প্লে এরিয়া তৈরি করল

বেঙ্গালুরুর তিনটে পুলিশ স্টেশন শিশুদের জন্য আলাদা খেলার জায়গার বন্দোবস্ত করল। এখন থেকে আর মা-বাবার সঙ্গে আসা শিশুরা থানায় অস্বস্তিবোধ করবেনা। মাদিওয়ালা, এইচএসআর লেআউট এবং কোরমঙ্গলা পুলিশ স্টেশন, ডেপুটি কমিশনার অফ পুলিশ ঈশা পন্থ-কে ধন্যবাদ জানিয়েছে। গত চার মাসে ওই তিনটে পুলিশ স্টেশনে পন্থ, বাচ্চাদের খেলার উপযোগী প্লে এরিয়া তৈরী করে দিয়েছেন।

                      যখন কোনও বাড়ির অভিভাবকরা কোনও প্রয়োজনে পুলিশ ষ্টেশনে কেস ফাইল করতে আসেন, তখন তাদের সঙ্গে থাকা বাচ্চারা যথেষ্ট বিড়ম্বনায় পড়ে। সেই পরিস্থিতি এড়ানোর জন্য এই ব্যবস্থা বলে জানালেন ঈশা। তিনি জানালেন, এরকম একটা খেলার জায়গা প্রত্যেক থানায় থাকলে বাচ্চাদের কোনও অসুবিধে হবেনা। অনেক সময় এমনও দেখা যায়, কোনও হারিয়ে যাওয়া বাচ্চাকে পুলিশ উদ্ধার করেছে, সে তখন থানায় যথেষ্ট ভীত, সন্ত্রস্ত থাকে। পুলিশের সঙ্গে সহযোগিতা করতে ভয় পায়। কিন্তু এমন খেলার জায়গা থাকলে হারিয়ে যাওয়া বাচ্চাদের সেখানে খেলতে দিলে তারা অনেকটাই সহজ হয়ে যায়। আবার অনেক সময় মহিলা কনস্টেবলরা তাদের সন্তানদের থানায় নিয়ে এলে ওই খেলার জায়গায় ছেড়ে দিয়ে নিশ্চিন্ত বোধ করেন।

                    ঈশা তাঁর আওতায় থাকা মোট ১৩টি পুলিশ স্টেশনেই এই ধরনের প্লে এরিয়া গড়ে তুলতে চান। তাঁকে এ ব্যাপারে সাহায্য করতে এগিয়ে আসছেন বহু ব্যবসায়ী এবং আবাসন। এই সিনিয়র আইপিএস অফিসার শিশুদের জন্য এই ব্যবস্থা করে একটি বড় রাস্তার সন্ধান দিয়েছেন, যার মাধ্যমে আদ্যিকাল থেকে চলে আসা পুলিশ দিয়ে বাচ্চাদের ভয় দেখানো এবার বন্ধ হবে। বাচ্চাদের কাছে টানার জন্যই তাঁর এই প্রয়াস। পুলিশরাও বাচ্চাদের বন্ধু হয়ে উঠবে বলে মনে করছেন ঈশা। এইচএসআর লে আউট-এর এক আবাসিক রেখা টি জানান, তাঁর চার বছরের সন্তান প্রায়ই ওই পুলিশ ফাঁড়ির খেলার জায়গায় খেলতে যায়, শুধু তাই নয় সে কয়েকজন সঙ্গীও জুটিয়েছে খেলার জন্য।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...