বেঙ্গালুরুর ‘ডু অর ডাই’

২০১৯ আইএসএল প্রায় শেষে পর্যায়। আজ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সেমি ফাইনালে ‘সেকেন্ড লিগ’-র ম্যাচে আজ মুখোমুখি বেঙ্গালুরু ও নর্থ ইস্ট ইউনাইটেড। ফার্স্ট লিগ-এ সুনীল ছেত্রীদের ২-১ গোলে হারানোর ফলে কার্যত এগিয়ে নর্থ ইস্ট, তবে বেঙ্গালুরু-ও ছাড়বার পাত্র নয়। লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরুর খেলায় কিছুটা ছন্দপতন হলেও তাঁদের অবমুল্যায়ন করতে নারাজ নর্থ ইস্ট। তাছাড়াও গোল পার্থক্যে খুব একটাও এগিয়ে নেই তারা। তাই আজকের ম্যাচে বড় ব্যাবধানে জয় ছাড়া ফাইনালে যাওয়ার অন্য কোনও রাস্তা নেই তাঁদের কাছে।

তবে নর্থ ইস্টের থেকেও দ্বিগুন চাপে বেঙ্গালুরু। এ ম্যাচে শুধু জয় পেলেই হবে না, কমপক্ষে প্রতিপক্ষকে ২-০ গোলে হারাতে পারলেই ফাইনালে জায়গা পাকা করতে পারবে সুনীল ছেত্রী অ্যান্ড কো। আর নর্থ ইস্টের মত চুড়ান্ত রক্ষনভাগের মত দলের বিরুদ্ধে কাজটা অনেকটাই কঠিন হবে বেঙ্গালুরুর। তাই তারা অনেকটাই নির্ভর করে থাকবে ছেত্রীর পারর্ফরম্যান্সের দিকে। তাই আজকের ম্যাচটা যে খুবই হাড্ডাহাড্ডি হবে তা বলাই বাহুল্য। তবে পরিসংখ্যান যাই হোক না কেন আজকের ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে বেঙ্গালুরু। প্রথমত নিজেদের ঘরের মাঠে ম্যাচ, তাই সমর্থকদের বাড়তি চাপ তো থাকছেই নর্থ ইস্টের, দ্বিতীয় কারণ হল সুনীল ছেত্রী স্বয়ং। আজকের ম্যাচে যদি সুনীল ছেত্রী তার চিরাচরিত পার্ফরম্যান্সের বেড়াজালের বাইরে এসে কোনও অস্বাভাবিক কিছু করে দেয় তাহলে, এবারের আইএসএলের যাত্রা শেষ হতেই পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র।  

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...