এবার ‘দিদি নম্বর ওয়ানে’ রচনার সাথে খলতে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী, থাকছেন সৌরভ পত্নী ডোনাও

বিনোদন জগতে শোনা যাচ্ছে এক বড় চমকের কথা। রচনার ঘরে এবার আসতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী!

জি বাংলার রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’-এ অংশ নিয়ে খেলতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছে যে মমতা ছাড়াও এই শোয়ে অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে যে এই শোয়ের শ্যুটিং হবে ২১ ফেব্রুয়ারি, বুধবার অর্থাৎ আগামীকাল।

সম্প্রতি শোয়ের সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করে তাঁকে শোয়ে  অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সূত্রের খবর, মমতা আমন্ত্রণটি শুনেই সম্মতি দিয়েছিলেন। আর তারপরেই শুটিংয়ের দিনক্ষণ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। ফলে, ঠিক হয়েছিল যে এই এপিসোডটি শুট করা হবে বুধবার, ২১ ফেব্রুয়ারি।

1658389530_man

‘দিদি নম্বর ওয়ান’ শোয়ে চারজন করে প্রতিযোগী থাকেন। এদিন মমতা এবং ডোনা ছাড়াও শোনা যাচ্ছে যে তৃতীয় প্রতিযোগিনী হিসেবে থাকতে পারেন প্রবীণ গায়িকা অরুন্ধতী হোমচৌধুরী। তবে চতুর্থ প্রতিযোগিনী কে হবেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

জানা গিয়েছে এই এপিসোডে প্রতিযোগীদের জন্য গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে কীর্তন গায়িকা অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়কে। চতুর্থ প্রতিযোগিনীর জন্য চতুর্থ গায়ক কে হবেন, সেটাও এখনও অজানা।  

এতদিন দেখা গিয়েছে যে ‘দিদি নম্বর ওয়ান’ শো হল সকল দিদিদের জায়গা। এখানে দিদিদের জীবনযাপন থেকে শুরু করে কাজ, লড়াই এবং সেই সঙ্গে বাংলার শিল্পসংস্কৃতি, রীতিনীতি, পরম্পরা তুলে ধরা হয়ে গোটা মঞ্চে। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতার উপস্থিতির কথা উদ্যোক্তারা বলতে চাইছেন না। দর্শকদের সামনে তাঁরা বাংলার ‘দিদি নম্বর ওয়ান’-কে ‘চমক’ হিসেবেই উপস্থাপিত করতে চান।

দেখা যায় এই শো’য়ে বেশ কয়েকটি রাউন্ড হয়। এদিনও হবে, কিন্তু অন্যান্য নামে এবং সঠিক জবাবের জন্য উপহারও থাকবে।

এই এপিসোডের প্রথম রাউন্ডটি হল ;আমি বাংলায় গান গাই’। সেখানে বাংলার লোকগান এবং বাংলা আধুনিক গান গাওয়া হবে। সেগুলি নিয়ে মজার প্রশ্নোত্তর থাকবে। এরপর দ্বিতীয় রাউন্ডটি হল ভোজনরসিক বাঙালিদের জন্যে। এখানে বাংলার খাওয়াদাওয়া নিয়ে খেলা হবে।  বাঙালির খাবার এবং খাওয়াদাওয়া নিয়ে প্রশ্নোত্তরের পাশাপাশি ফুচকা খাওয়ার বিষয় থাকবে। এছাড়া ময়দার লেচি বেলে লুচি ভাজার প্রতিযোগিতাও থাকবে।

এরপর, তৃতীয় রাউন্ডটি হবে বাংলার খেলা, মেলা, পুজোপার্বণ নিয়ে। নাম হবে ‘দিদিরা দেবে গোল’। তবে শোনা গিয়েছে নামের বদল হতেই পারে। সেখানে খেলা হবে ‘দুষ্টের দমন’। যেখানে বল ছুড়ে রাক্ষসের দাঁত ভাঙতে হবে। এছাড়া খেলা থাকবে ‘এসো মা লক্ষ্মী’, ‘পুজোর আলপনা দেওয়া’।

এরপর চতুর্থ রাউন্ডটি হল ‘বুদ্ধিমতী দিদি’ অথবা ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’। এই রাউন্ডটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শাড়ি, গয়না, রান্না, মিষ্টি, দেবদেবী, মন্দির, পর্যটনস্থল এবং মনীষীদের উপর ভিত্তি করে তৈরি। এই রাউন্ডে শব্দছক, ধাঁধা, শূন্যস্থানের মাধ্যমে সহজ প্রশ্নোত্তর থাকবে।

জানা গিয়েছে যে বুধবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে, ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে খেলা হবে এইদিনের শো’য়ের এপিসোড। এদিন মুখ্যমন্ত্রীর আগমনের জন্য শ্যুটিং সেটে থাকবে কড়া পুলিশি নিরাপত্তা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...