এবার থেকে রাজ্য জাতীয় সংগীত হল ‘বাংলার মাটি বাংলার জল’, সোমবার ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী

এবার বাংলার রাজ্য জাতীয় সংগীত হল ‘বাংলার মাটি, বাংলার জল’। সোমবার বিধানসভায় মিউজিয়ামে এই বিষয়টি ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি সকল রাজ্যবাসীকে নির্দেশ দিয়েছেন যে রাজ্য সংগীতকে, জাতীয় সংগীতের মতোই মর্যাদা দিতে হবে।

গত সোমবার বিধানসভা মিউজিয়ামের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার ও অন্যান্য বিধায়করা। সেই উদ্বোধনী অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’ গাইতে বলেন মুখ্যমন্ত্রী এবং গানের সময় সবাইকে উঠেও দাঁড়াতে বলেন তিনি।

তিনি জানালেন যে, “আজ থেকে আমরা শুরু করলাম রাজ্য জাতীয় সংগীত। বাংলার মাটি বাংলার জল। আজকে এখান থেকে শুরু হল।”

phuj67e_mamata-banerjee-ani_625x300_11_April_23_11zon

এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান যে মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও এই গান গাওয়া হবে। এদিন অনুষ্ঠানে আরও জানা যায় যে রাজ্য সংগীতের পাশাপাশি জাতীয় সংগীতও গাওয়া হয়।

২৯ অগাস্ট নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি পশ্চিমবঙ্গ দিবস ও রাজ্য সংগীত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁর মতে গুজরাত, কর্নাটক, ছত্তিশগড় , মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, তামিলনাড়ু, পুদুচেরি এবং উত্তরাখণ্ডের রাজ্য সংগীত রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের কোনও রাজ্য সংগীত ছিল না। তাই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে রাজ্য সংগীত হিসেবে ইচ্ছাপ্রকাশ করেন।

এরপর গত ৭ সেপ্টেম্বর বিধানসভায় রাজ্য সংগীত সংক্রান্ত বিল পাশ হয় এবং সোমবার এই বিষয়টি সকল রাজ্যবাসীকে ঘোষণা করে জানালেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...