Bengal’s Anurag Halder Works In Bollywood: ‘মা কালী’ ছবিতে বাংলার ছেলে অনুরাগ হালদারের পরিচালনায় গান গাইবেন কৈলাশ খের ও সোনু নিগম!

বলিউডে আসছে বিজয় এলাকান্তির পরিচালনায় এক নতুন ছবি। যার নাম ‘মা কালী’। সেখানে মুখ্য ভূমিকাতে দেখা যাবে অভিনেত্রী রাইমা সেন এবং অভিনেতা অভিষেক সিং। ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে সেই ছবির ফার্স্টলুক পোস্টার। এখানে একবারে ভিন্ন রূপে দর্শকদের সামনে ধরা দেবেন অভিনেত্রী।

এবার এই ছবিতে বাংলার ছেলে অনুরাগ হালদারের পরিচালনায় গান গাইবেন বলিউডের নামী শিল্পীরা। তবে, এটা তাঁর মোটেই প্রথম কাজ নয়, কলকাতা শহরে বেড়ে ওঠা এই ছেলে মুম্বাইয়ে নানান কাজ করেছেন। এবার আরও বড় করে। জানা গিয়েছে নতুন এই ‘মা কালী’ ছবিতে তিনি তিনটি গানে সুর দেবেন। প্রথম গান ‘ভারত মা’। সেটা গেয়েছেন কৈলাশ খের। এছাড়া ‘ফাগুন হাওয়ায়’ রবীন্দ্র সংগীতটি গেয়েছেন সোনু নিগম। তবে, তাঁর সঙ্গে গলা মিলিয়েছে অনুরাগ নিজেই। তৃতীয় গান ‘সাইয়ান ভে’ অনুরাগের একক।

বলিউডের তারকা গায়ক কৈলাশ খের এবং সোনু নিগম। অনুরাগের সুরে তাঁরা গান গেয়েছেন। দারুন আনন্দিত তিনি। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে তাঁদের গায়কি মাথায় রেখেই সুর করেছেন তিনি। ফলে তাঁর মনে হয়েছে যে ওই গানগুলো দুই শিল্পীর গলায় যেন প্রাণ পেয়েছে। তিনি আশাবাদী যে দর্শক-শ্রোতাদেরও খুব ভালো লাগবে গানগুলি।

বাঙালি সুরকারের সুরে গান গেয়ে তৃপ্ত এবং খুশী দুই গায়ক।

একদিকে, কৈলাশ খের জানিয়েছেন যে ছবির গল্পের সঙ্গে ‘ভারত মা’ গানটি অদ্ভুত ভাবে মানিয়েছে। দেশমাতৃকার প্রতি সকলের পৃথক টান। সেই টান, সেই দেশভক্তি, দেশাত্মবোধ গানের প্রতিটি ছত্রে জড়ানো।

অন্যদিকে, সোনু নিগম জানিয়েছেন যে এই প্রথম কোনও ছবিতে তিনি রবীন্দ্রসংগীত গাইলেন। এই পুরোটা সম্ভব হয়েছে অনুরাগের জন্য। এছাড়া তাঁর মতে পুরোপুরি আলাদাভাবে উপস্থাপনা করা হয়েছে গানটাকে। তিনি আশাবাদী যে বাংলার অনুরাগ আগামী দিনের সম্পদ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...