নবম-দশম শ্রেণীর বাংলা শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে

রাজ্যের এসএসসি পরীক্ষার মাধ্যমে নবমদশম শ্রেণীর বাংলা শিক্ষক নিয়োগ নিয়ে যে জট তৈরী হয়েছিল, তা সোমবার কেটে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে। ২০১৬ সালের মার্চ মাসে এই পরীক্ষার ফল প্রকাশিত হয়। সে মত নিয়োগ প্রক্রিয়া শুরু হবার আগে ওয়েটিং লিস্টে থাকা এক প্রার্থী (নৃপেশ মাঝি) স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন। হাইকোর্টে দায়ের হওয়া তাঁর অভিযোগে বলা হয়, বাংলা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক প্রীতিবন্ধীদের জন্য অন্তত তিনটি শূন্য পদ সংরক্ষিত থাকার কথা। কিন্তু কমিশন কমিয়ে তা একটি করে দিয়েছে। এই অভিযোগের সূত্রে এবছর ১আগস্ট এক্ষেত্রে আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। ফলে রাজ্যের অন্য সব বিষয়ের শিক্ষক নিয়োগ হলেও বাংলা ভাষার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। এদিন হাইকোর্টের তরফে বলা হয়েছে, প্রতিবন্ধীদের জন্য আসন ফাঁকা রেখে বাকি নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। এমন প্রতিবন্ধীদের জন্য সুরক্ষিত আসন সংখ্যা বা যাই হোক না কেন, তার জন্য সহস্রাধিক সাধারণ প্রার্থীর নিয়োগ ঝুলে থাকার কোনো মানেই হয়না। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে এমন শূন্যপদের সংখ্যা মোট ১৩৭৮টি

এটা শেয়ার করতে পারো

...

Loading...