শ্রোতাদের আবার সুরের মূর্ছনায় মুগ্ধ করলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক মহতিম শাকিব। তার নতুন মিউজিক ভিডিয়োর নাম 'হয়ে আছি তোর'। ভারত, বাংলাদেশ ও আমেরিকার শিল্পীদের যৌথ উদ্যোগে এই মিউজিক ভিডিয়োটি নির্মিত হয়েছে। মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন বাংলার টেলিভিশনের পরিচিত মুখ জন ভট্টাচার্য ও অভিনেত্রী সঞ্জনা বন্দোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক রিয়াধ অনীক। গানের কথা ও সুরও তিনি দিয়েছেন। মিউজিক ভিডিয়োটির প্রযোজনা করেছেন জোনাই সিংহ ও জেএসই মিউজিক। বহুদিন পর মহতিম শাকিবের গলার একটি প্রেমের গান শুনতে পেয়েছেন শ্রোতারা। যা নিয়ে শ্রোতাদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিয়োটি।
এই মিউজিক ভিডিয়োর ও সঙ্গীত পরিচালক রিয়াধের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন প্রযোজক ও ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাই সিংহ। তিনি বলেছেন, "সুরকার রিয়াদ অনীক বাংলাদেশ থেকে তার সঙ্গে কাজ করার জন্য যোগাযোগ করেছিলেন, রিয়াধ গানটিও শুনিয়ে ছিলেন। গানটি শোনার পরেই জোনাই সিংহ মিউজিক ভিডিয়োটি করার জন্য রাজি হয়ে যান। এটি বাংলাদেশের সাথে তাদের প্রথম কাজ। তবে তিনি নিশ্চিত যে এটা শেষ নয়। গানটি নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী।"
'হয়ে আছি তোর' গানটি মুক্তি পেয়েছে জেএসই মিউজিক-এর ডিজিটাল প্ল্যাটফর্মে।