জওয়ান’ ছবির ‘হেলেনা’ এবার টলিপাড়ায়, বাংলা ছবির নায়িকা হবেন সঞ্জিতা ভট্টাচার্য

তিনি শুধু অভিনেত্রী নন, দুরন্ত গায়িকাও। আর তাঁর এই সমস্ত প্রতিভায় বিস্মিত বলিউডের কিং খান। কিন্তু কে তিনি? গত বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল কিং খানের ‘জওয়ান’। সেখানেই দেখা গিয়েছিল তাঁকে। ছবিশেষে দর্শকেরা মুক্তকণ্ঠে প্রশংসা করেছেন ‘জওয়ান’-এর ‘হেলেনা’-কে। এবার বুঝতেই পারছেন কে তিনি? তিনি অভিনেত্রী সঞ্জিতা ভট্টাচার্য। ‘হেলেনা’-র চরিত্রে তিনিই অভিনয় করেছিলেন।

এতদিন বলিউডে ছিলেন তিনি। এবার আসছেন বাঙালি অনুরাগীদের মন ভরাতে। শোনা যাচ্ছে, এবার নাকি অভিনেত্রী বাংলা ছবিতে কাজ করতে চলেছেন। সেই অপেক্ষার অবসানও ঘটতে চলেছে এবার।

জানা গিয়েছে যে ‘আবার বছর কুড়ি পরে’ ছবির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তর নতুন ছবিতে দেখা যাবে সঞ্জিতাকে। তিনিই হবেন এই ছবির নায়িকা।

Sanjeeta-Bhattacharya-Singer-3-1

ছবির বিষয়ে জানা গিয়েছে যে এই ছবিটি ফুড ফিল্ম ঘরানার হতে চলেছে। শহরের জিভে জল আনা খাবার আর নায়িকার কলকাতা আবিষ্কার— এই দুই নিয়ে গল্প হবে। এই ছবিতে সঞ্জিতার সঙ্গে অভিনয় করবেন চিরঞ্জিৎ চক্রবর্তী ও সৌরভ দাস এবং ছবিটি প্রযোজনা করবেন সৌম্য সরকার।  

ছবির গল্প শুনলেই বোঝা যাবে যে অনেকটাই এরকম। এক মেয়ে বিদেশ থেকে শহরে প্রথম আসবেন। এরপর নিজের চোখে চিনবে, দেখবে, জানবে শহর কলকাতাকে। তারপর শহরে আলাপ হবে এক প্রবীণ অধ্যাপক এবং এক যুবকের। তাঁদের সঙ্গে নিয়ে মেয়েটির কলকাতাযাপন।

জানা গিয়েছে যে ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে এই শুট শুরু হবে। চলবে গোটা শহর এবং পশ্চিমবঙ্গের আশপাশে। এছাড়া জানা গিয়েছে যে এই ছবির সুরকার রণজয় ভট্টাচার্য।

দেশের রাজধানী, দিল্লিতে জন্ম হয় সঞ্জিতার। সেখানেই বড় হয়ে ওঠা তাঁর। জীবনে কোনওদিন শহর কলকাতায় আসা না হলেও বাঙালি শিল্প-সংস্কৃতি সম্বন্ধে যথেষ্ট আগ্রহী তিনি।

বাংলা ছবির সঙ্গে সঞ্জিতার পরিবারের একটা সম্পর্ক রয়েছে। তাঁর বাবা এক প্রখ্যাত চিত্রশিল্পী, নাম সঞ্জয় ভট্টাচার্য। তিনি বিকাশ রায়-মাধবী মুখোপাধ্যায় অভিনীত "বিন্দুর ছেলে"-তে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। তাই "গুপী গাইন বাঘা বাইন", "সোনার কেল্লা" এবং "পথের পাঁচালী" দেখে বেড়ে ওঠা সঞ্জিতাও এরকমই স্বপ্ন দেখেছেন যে তিনিও একদিন বাংলা ছবিতে অভিনয় করবেন।  সেই স্বপ্ন এবার সত্যির দিকে এগোচ্ছে।

"জওয়ান"-এর আগে, অভিনেত্রী সঞ্জিতা, সোনালি বেন্দ্রের সঙ্গে "দ্য ব্রোকেন নিউজ", "ফিলস লাইক ইশক"-এ অভিনয় করে নিজের দক্ষতাকে প্রমাণ করে দিয়েছেন।

বাংলা ছবির পাশাপাশি শোনা গিয়েছে যে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তাঁর "অদ্ভুত" আর "দ্য ব্রোকেন নিউজ সিজন ২" সিরিজটি খুব শিঘ্রই মুক্তি পেতে চলেছে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...