Bengali Cinema: ‘রঘু ডাকাত’ -এর টেকনিশিয়ান টিমের জন্য বড়ো উদ্যোগ নির্মাতাদের, টিকিট বিক্রির টাকা তুলে দেওয়া হবে তাদের হাতে!

পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী - শুধু কি এরা থাকলেই একটি ব্লকবাস্টার সিনেমা তৈরি হতে পারে? না। এদের সঙ্গে সঙ্গত দেন এক বিশাল টেকনিশিয়ান টিম। যারা থাকে পর্দার পিছনে। যাদের ছাড়া কার্যত অসম্ভব সিনেমা তৈরি।

সেকারণে আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’(Raghu Dakat) -এর ট্রেলার লঞ্চ ইভেন্টে, তাদের জন্য এক নতুন উদ্যোগ নিয়েছেন এই সিনেমা নির্মাতাগণ। আগামী ২০ সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) ‘রঘু ডাকাত’ -এর ট্রেলার লঞ্চ হবে। আরও অনেক বিনোদনের আয়োজন থাকবে এই অনুষ্ঠানে। নির্মাতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য টিকিটের ব্যবস্থা করেছেন। টিকিটের দাম মাত্র ৪৯ টাকা। এই উদ্যোগের কারণ, ট্রেলার লঞ্চের এই টিকিটের জন্য সংগৃহীত টাকাটি তুলে দেওয়া হবে এই সিনেমার সঙ্গে যুক্ত সমস্ত টেকনিশিয়ানদের কাছে। 

সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে দেব জানান, সিনেমা কেবলমাত্র নায়ক, নায়িকা আর পরিচালকদের মিলেই হয় না। একটি ছবি তৈরির পিছনে থাকে বহু মানুষের শ্রম। কেবলমাত্র আর্ট ডিরেক্টর বা পোশাকশিল্পীরাই নন, তাঁদের প্রত্যেকের এক একটা টিম থাকে। কিন্তু সেই টিমের নাম অনেকেই জানেন না। সমস্ত টেকনিশিয়ানরা পরিশ্রম করে একসঙ্গে কাজ করেন। সেই কারণেই, 'ধূমকেতু'-র ট্রেলার লঞ্চের টিকিট বিক্রির যে টাকা উঠবে, সেই টাকা দেওয়া হবে টেকনিশিয়ানদের ফান্ডে। এই সিদ্ধান্ত এসভিএফ (SVF) ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures) উভয়েরই। সেই কারণেই অনুরাগীদের টিকিট কেটে ট্রেলার লঞ্চের অনুষ্ঠান দেখতে আসার অনুরোধ জানিয়েছেন দেব।

উল্লেখ্য, পুজোয় মুক্তি পাচ্ছে দেব অভিনীত নতুন সিনেমা, 'রঘু ডাকাত' (Raghu Dakat)। দেব ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্য অভিনেতারা। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...