মাদ্রিদের পর এবার বার্সেলোনার সম্মেলনে বাংলায় বিনিয়োগের বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী

মাদ্রিদের পর এবার বার্সেলোনা। মঙ্গলবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন। মাদ্রিদে চার দিন ছিলেন। গত রবিবার বার্সেলোনা পৌঁছন। সেখানেই এক শিল্পমহলে বিদেশি শিল্পপতিদের সামনে বাংলায় বিনিয়োগের আবেদন রাখেন।

379531743_865417811620613_3390586103395631343_n_11zon

এই সম্মেলনটি মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলেতে হয়। সেখানের সকলের বক্তব্য ছিল একই বিষয়ে। এখানেও মুখ্যমন্ত্রী শিল্পস্থাপন এবং লগ্নির জন্য বাংলার উৎপাদনশীল মাটির কথা বলেছেন। তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে মত দেয় যে ‘বাংলাই এখন ভারতকে নেতৃত্ব দিচ্ছেন’। তিনি বলেন, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। আমরাই দেশকে নেতৃত্ব দিচ্ছি। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না। জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা— সবটা পাবেন।’’

তিনি আরও বলেন যে বাংলায় যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এশিয়ান করিডোর নেপাল-ভুটান-ভারত-বাংলাদেশকে সুদূর প্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সংযুক্ত করছে। এছাড়া তিনি ইউরোপের তুলনায় রাষ্ট্রের দক্ষ ও সস্তা শ্রম, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সংযোগ, সস্তা কাঁচামাল এবং বন্ধুত্বপূর্ণ শ্রম-সম্পর্কের ওপর জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, 'গত ১০-১২ বছরে বাংলায় একটিও শ্রম দিবস নষ্ট হয়নি। এখানে আপনি একটি অনুকূল শিল্প-বান্ধব পরিবেশ পাবেন। তাঁর দাবি, 'বাংলা এখন গেম চেঞ্জার'। পশ্চিমবঙ্গ ভারতে উৎপাদনে এক নম্বরে। এই রাজ্য এখন একটি অর্থনৈতিক শক্তিহাউস। বাংলা ভারতের দ্রুত বর্ধনশীল রাজ্যগুলির মধ্যে একটি। ২০২২-২৩ আর্থিক বছরে রাজ্যের অর্থনীতি ৮.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীর ধাক্কা সত্ত্বেও প্রবৃদ্ধির সেই হার অর্জন করা সম্ভব হয়েছে। তিনি এটাও জানান যে ২০২৩-২৪ আর্থিক বছরে বাংলার মোট উৎপাদন দাঁড়াবে ২০০ কোটির বেশি।

ঠিক মাদ্রিদের মতোই এখানেও অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এই সম্মেলনে বক্তাদের তালিকায় ছিলেন স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক, ভারতীয় শিল্পমহলের তরফে অম্বুজা রিয়্যালটির চেয়ারম্যান হর্ষ নেওটিয়া, টিটাগড় ওয়াগন লিমিটেডের ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরী, প্রবাসী শিল্পপতি কমল মিত্তল, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা এবং ফেনেসিয়া লিমিটেডের চেয়ারম্যান রমেশ জুনেজা। এরা সবাই তাঁদের বক্তৃতায় বাংলায় বিনিয়োগের সুবিধার দিকটা তুলে ধরেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে আসেন বেশ কয়েকজন প্রবাসী বাঙালিরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যে তারা খুবই মুগ্ধ। তাদের মতে, এই প্রথম পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধি স্পেনে এলেন। এর আগে গুজরাট সরকারের প্রতিনিধিরা এসেছিলেন। তারা অনেক শিল্পপতিকে তাদের রাজ্যে নিয়ে যায়। প্রবাসী বাঙালিরা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য তারা যে কোম্পানিগুলির জন্য কাজ করে তাদের অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছিলেন যে পশ্চিমবঙ্গ এখন উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। রাজ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক রয়েছে। এছাড়াও ১০০টি শিল্প পার্ক রয়েছে। ৯০০টি এমএসএমই ইউনিট তৈরি করা হয়েছে।' বাংলার যোগাযোগ ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, 'বাংলার বিমানবন্দর, ট্রেন, হেলিকপ্টার ও বন্দর রয়েছে। তাই এ রাজ্যে আমদানি-রপ্তানি খুবই সহজ।' তিনি সেদিন বলেছিলেন, 'শিল্প, সঙ্গীত, সংস্কৃতি, সাহিত্য সব ক্ষেত্রেই স্পেনের সঙ্গে আমাদের অনেক মিল রয়েছে৷' স্পেন ইউরোপীয় রেনেসাঁর অন্যতম শৃঙ্গ। আর বাংলা হল ভারতীয় রেনেসাঁর পীঠস্থান। রাজ্যের পর্যটন খাতের কথাও তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'ইউনেস্কোর তালিকায় বাংলা ভারতের অন্যতম 'পর্যটন গন্তব্য'। এখানে একদিকে যেমন হিমালয়, দার্জিলিং, অন্যদিকে সমুদ্র, সুন্দরবনের ঘন জঙ্গল এবং রয়েল বেঙ্গল টাইগার।'

এদিন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও দিনের কর্মসূচির শুরুতে তাঁর স্বাগত ভাষণে ২১-২৩-এ নভেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য স্পেনের শিল্পপতিদের আবেদন করেছিলেন।

অম্বুজা নেওটিয়া বংশের হর্ষ নেওটিয়া মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, "নেওটিয়া পরিবার ১২০ বছর ধরে বাংলায় রয়েছে। কিন্তু ১০-১২ বছরে রাজ্য যেভাবে এগিয়েছে, নতুন ব্যবসার সুযোগ তৈরি হয়েছে, যা কখনও হয়নি। এর আগেও ঘটেছে।উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।" অন্যদিকে কমল মিত্তালের কথায়, তাঁরা গত ৩৩ বছর ধরে স্পেনে রেলওয়ে স্লিপার তৈরি করেছে। তাদের বাংলাতেও কারখানা আছে। এবার মুখ্যমন্ত্রীকে দেখে সেখানে শিল্প সম্প্রসারণ ও নতুন কারখানার জন্য বিনিয়োগ করার কথা ভাবছে।

মমতার স্পেন সফরের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছিল। এক হচ্ছে বাংলায় ফুটবলের উন্নয়ন এবং অন্যটি হচ্ছে রাজ্যে বিনিয়োগ। এর আগে মাদ্রিদে বাণিজ্য সম্মেলন করেন বাংলার মুখ্যমন্ত্রী। স্প্যানিশ ব্যবসায়ী সম্প্রদায়ের উদ্দেশে মমতার বার্তা ছিল, “বাংলায় সব আছে। আপনারা এসে দেখে যান।’’

এটা শেয়ার করতে পারো

...

Loading...