বৃহস্পতিবার ৩জানুয়ারি বীরভূমে বাউল ও লোকসংস্কৃতি উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রবীণ ১০ জন বাউল শিল্পীকে সম্মানিত করেন। তিনি এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মকে এগিয়ে এসে বাউল সংগীতের মাধ্যমে বাংলাকে সমৃদ্ধ করার আহবান জানান। পাশাপাশি বাউলরাও যথেষ্ট খুশি, মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই রকম উৎসাহ পেয়ে। সরকারি তরফে এখন বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে বাউলদের, তাই আগের তুলনায় সমাজেও তাদের গুরুত্ব বেড়েছে। ফলে নতুন প্রজন্ম এই শিল্পকে বজায় রাখতে উৎসাহী হচ্ছে বলে জানান বাউল সম্প্রদায়। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি দফতরকে তাদের নিজস্ব অনুষ্ঠানে বাউল ও লোকপ্রসার শিল্পীদের যুক্ত করার নির্দেশ দেন।পুলিশদেরকেও বাউল সম্প্রদায়কে কাজে লাগানোর কথা বলেন তিনি।
এদিন জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত রাঙামাটি ক্রীড়া প্রতিযোগিতা ও জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের প্রত্যেককে পুরস্কৃত করার সঙ্গে সঙ্গে তাদের সিভিক ভলান্টিয়ার হিসেবে চাকরি দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশদের ও বলেন, তারা যেন পুলিশের কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে বাউলদের কাজে লাগায়। এমনকি দলীয় নেতৃত্বকেও তাদের অনুষ্ঠানে বাউলদের ডাকার কথা বলেন। বাংলার মাটির টান রয়েছে বাউলদের মধ্যে, তাই বাউল সম্প্রদায়কে আরও উৎসাহ দিতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
In English

