প্রথমে বোলিং করে ফের পরাজয়

অবশেষে ক্রিকেট বিশ্বকাপের দরবারে সম্মান রক্ষা হল এশিয়া মহাদেশের। একে একে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপর্যের পর, দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে সেই সম্মান রক্ষা করল বাংলাদেশ। প্রথমে বোলিং করে আবারও ব্যর্থ ফ্যাফ ডুপ্লেসি-রা।  ইংল্যান্ডের পর এবার হারতে হল বাংলাদেশের বিরুদ্ধেও। তবে বাংলাদেশের এই জয়ের প্রতি অনেকটাই অবদান আছে তাদের ব্যাটিং লাইনআপেরসৌম সরকার, শাকিব আল হাসান, মুফিকর রহিম ও মাহমুদুল্লা। বাংলাদেশের এই চারজন ব্যাটসম্যানের ওপর ভর করেই ৩৩০ রানের মত পাহাড় সমান টার্গেট প্রথমেই চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ব্যাট হাতে যে দক্ষিণ আফ্রিকার প্রদর্শন খারাপ ছিল তা হয়তো বলা ঠিক হবে না কিন্তু সেটা যথেষ্ট ছিল না ম্যাচ জেতার জন্য। অধিনায়ক হিসাবে ফ্যাফ ডুপ্লেসির ব্যাট থেকে ঝড় উঠেছিল ঠিকই কিন্তু বাকি ব্যাটসম্যানরা সেই সাপোর্ট দিতে পারে নি তাঁদের অধিনায়ককে। ম্যাচ জেতার পাশাপশি আরও অনেক রেকর্ডের অধিকারী হয়েছে বাংলাদেশ। প্রধান উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই ছিল তাদের প্রথম তিনশোর অধিক রান আর দ্বিতীয়ত, একদিনের ম্যাচে এটাই ছিল বাংলাদেশের সর্বাধিক রান। টানা দুটি ম্যাচ হারার পরে ফের প্রশ্নের মুখে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ও বোলিং বিভাগ। প্রশ্ন উঠেছে ডেল স্টেইনের দলে না থাকা নিয়ে। তবে সত্যি কি ডেল স্টেইন সকল সমস্যার সমাধান? তাকে দলে ফিরে পেলেই কি দক্ষিন আফ্রিকা আবার জয়ের ধারায় ফিরতে পারবে?  ডুপ্লেসিদের পরবর্তী ম্যাচ বিশ্বকাপের অপর টাইটেল কন্টেন্ডার কোহলী-র ভারতের বিরুদ্ধে, যেই ম্যাচে হয়ত দলে ফিরতে পারে ডেল স্টেইন। সেই ম্যাচে কি করতে পারে দক্ষিণ আফ্রিকা তা এখন সময়ের অপেক্ষা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...