বাগডোগরা বিমানবন্দর নতুন কলেবরে আসতে চলেছে

বাগডোগরা বিমানবন্দর নতুন কলেবরে দেখা দিতে চলেছে। পরিকাঠামো বাড়ানো হবে এই বিমানবন্দরের। একসঙ্গে ১৬টি বিমান দাঁড়ানোর মত ধারণক্ষমতা করার জন্য বিমানবন্দরের ৬১ হাজার বর্গমটারের বেশি অ্যাপ্রন এরিয়া বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য সরকার বিমানবন্দর সম্প্রসারণের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে ১১০ একর জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

                 নতুন সাজে বিমানবন্দরের নকশাও তৈরী হয়ে গেছে। প্রাথমিকভাবে বিমানবন্দরের সম্প্রসারণ এবং পরিকাঠামো বাবদ ৫০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। তবে সেটাই চূড়ান্ত হিসেব নয়। এ প্রসঙ্গে বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রহ্মণি পি জানান, তাঁরা নতুন পরিকাঠামোর প্রাথমিক নকশা তৈরী করে ফেলেছেন। পরিকাঠামো নির্মাণের জন্যও প্রস্তুত হয়ে গেছেন। তিনি আরও জানান, অর্থের কোনও অভাব হবেনা, জমি পেলেই কাজ শুরু করে দেওয়া যাবে।

                গত ২৮ ডিসেম্বর রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব আশ্বাস দিয়েছিলেন ৩১ জানুয়ারির মধ্যে ১১০ একর জমি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। রাজ্য সরকার সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জনিয়েছেন, বিমানবন্দর সম্প্রসারণের জন্য একটি চা বাগানের জমি, সামরিক বিভাগের জমি এবং রায়তি জমি চিহ্নিত করা হয়েছে। ২৫ কোটি টাকা আগেই মঞ্জুর করে রাখা রয়েছে জমি অধিগ্রহণের জন্য। অ্যাপ্রন এরিয়া এতটাই বাড়িয়ে রাখা হচ্ছে, যে সেখানে একসঙ্গে ১৬টি বিমান দাঁড়াতে পারবে। বর্তমানে যা অ্যাপ্রন এরিয়া আছে, তাতে একসঙ্গে মাত্র পাঁচটি বিমান দাঁড়াতে পারে। অথচ রোজ এই বিমানবন্দরে ৩৭টি বিমান ওঠানামা করে। এর ফলে যাত্রীদের দুর্ভোগ হয় তা বলাই বাহুল্য। সম্প্রসারণের কাজ শেষ হলে যাত্রী স্বাছন্দ্য অনেকটাই বাড়বে বলে আশা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

                   দীর্ঘদিন ধরে বিমানবন্দরের সম্প্রসারণের কাজ জমিজটে আটকে ছিল। প্রস্তাবিত বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং ৩৮ হাজার বর্গমিটার এলাকা নিয়ে হবে। অ্যাপ্রন এরিয়া হবে ৬১,৬২৩.৯০ বর্গমিটার। গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট এরিয়া হবে ,২১৩.৫২ বর্গমিটার। শুধুমাত্র সার্ভিস এরিয়া হবে ১১,৪১৪.২৭ বর্গমিটার। অ্যাপ্রন ফুয়েল সার্ভিস এরিয়া হবে ,২৯৬.৯১ বর্গমিটার। পার্কিং গ্রাউন্ড হচ্ছে ৩২,৩৮৭.৬৩ বর্গমিটার এলাকাজুড়ে। এয়ারপোর্টের পরিকাঠামো হবে ,৩২,২৩৫ বর্গমিটার।

  

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...