জেনে নিন অযোধ্যার রামমন্দির দর্শন ও আরতির নির্ঘন্ট, পাস বুকিংয়ের নিয়ম

২২ জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত শ্রী রাম জন্মভূমি মন্দিরের দ্বারোদঘাটন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছিল একাধিক আচার-বিধি পালনের অনুষ্ঠান। সোনার মুদ্রা দিয়ে রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী।

রামলালার মূর্তি, মন্দিরের জৌলুস দেখতে দেশের নানাপ্রান্ত থেকে রামজন্মভূমি অযোধ্যায় আসছেন ভক্তরা। প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তের জমায়েত হচ্ছে অযোধ্যা রাম মন্দিরে। মধ্যরাত থেকেই লাইন পড়ছে মন্দিরের সামনে। প্রবল ভিড় সামাল দিতে ঘোষণা হয়েছে বিশেষ প্রকল্প।  

7d65e561-099a-4da9-9689-ecef26378d07

সম্প্রতি ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গৌরভ গিরি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, অযোধ্যাকে গ্লোবাল স্পিরিচ্যুয়াল ট্যুরিস্ট হাব হিসেবে গড়ে তুলতে মন্দির চত্বরের ভেতরে ও বাইরে মোট ১৩ মন্দির গড় তোলা হবে।

শিশু রামলালার দর্শনে ভক্তদের সুবিধার্থে শ্রী রাম জন্মভূমিত তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিক তথ্য আরতি ও দর্শনের সময় প্রকাশ করেছে।

মন্দির দর্শন

প্রতিদিন সকাল ৭টা থেকে ১১ঃ৩০ এবং দুপুর ২টো থেকে ৭টা পর্যন্ত তীর্থযাত্রীরা দর্শন করতে পারবেন রাম মন্দির।  

রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জারি করা সময়সূচি অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে আট প্রহরে রামলালার অষ্টনাম সেবা এবং ছয় বার আরতি হবে। 

রামলালার শৃঙ্গার আরতি হবে ভোর সাড়ে ৪টেয় এবং মঙ্গলারতি শুরু হবে সকাল সাড়ে ৬টায় এরপর সকাল ৭টা থেকে শুরু হবে ভক্তদের দর্শন। চলবে রাত ১২টা পর্যন্ত।

দুপুর ১২টায় রামলালার ভোগ আরতি করা হবে। এই সময় রামলালাকে ভোগ নিবেদন করবেন পূজারিরা। তারপর কিছুক্ষণের জন্য রামলালার বিশ্রামের জন্য বন্ধ থাকবে মন্দির। এরপর দুপুর ২টো থেকে মন্দিরের দরজা ফের খুলে যাবে। এরপর সন্ধ্যা ৭টায় প্রভুর সন্ধ্যারতি চলবে সাড়ে ৭টা পর্যন্ত। তারপর ভোগ আরতি হবে রাত ৮টায়। তারপর রাত ১০টায় রামলালার শয়ন আরতি হবে।

716ab24e-4beb-45b6-b02a-aebaf4c5d337

আরতি দেখার জন্য ভক্তদের বিশেষ পাস সংগ্রহ করতে হবে। অনলাইন এবং অফলাইনে এই পাস জোগাড় করা যাবে। দর্শনের একদিন আগে অগ্রিম বুকিং-ও করা যায়। দিনের দিন বুকিং-এর সুযোগ আছে।

অফলাইন পাস সংগ্রহ

অফলাইনে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ক্যাম্প অফিস থেকে এই পাস বিলি করা হচ্ছে। সচিত্র পরিচয়পত্র দেখিয়ে পাস সংগ্রহ করতে পারবেন ভক্তরা।

মন্দিরে আরতি শুরুর ৩০ মিনিট আগে উপস্থিতি আবশ্যক। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নীতিতে দেওয়া হচ্ছে অফলাইন পাস। পাসের উপর থাকা কিউ আর কোড স্ক্যান করে তবেই মিলবে প্রবেশাধিকার।

অনলাইন পাস সংগ্রহ

অনলাইনে পাসের জন্য অযোধ্যা রাম মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।

মোবাইলে আসা ওটিপি দিয়ে আইডেনটিটি ভেরিফাই করতে হবে।

'মাই প্রোফাইল' সেকশনে গিয়ে ক্লিক করতে হবে। আরতি দেখা বা দর্শনের জন্য সুবিধামতো সেকশন সিলেক্ট করতে হবে।

প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করতে হবে। এরপর স্ক্রিনে দেওয়া নির্দেশ মেনে বুকিং প্রসেস শুরু করতে হবে। বুকিং সফল হলে তবেই মিলবে পাসের কনফরমেশন। মন্দির প্রবেশের আগে কাউন্টারে এই কনফারমেশন দেখিয়ে পাস সংগ্রহ করতে হবে। তবে এই মুহূর্তে অনলাইন প্রক্রিয়া বন্ধ রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...