রেকর্ড জয় অস্ট্রেলিয়ার

পার্থ টেস্টে রেকর্ড জয় অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড কে ২৯৬ রানে হারিয়ে এই রেকর্ড জয়ের অধিকারী হলেন টিম প্যাইনরা। প্রথম ইনিংসে কিউইরা ২৫০ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ২১৭ রান করে ডিক্লেয়ার ঘোষণা করে  অস্ট্রেলিয়া। ফলাফল জয়ের জন্য কেন উইলিয়ামসনদের লক্ষ ছিল ৪৬৮ রান। যা ‘চেজ’ করে দিতে পারলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান চেজের রেকর্ড হতে পারত। তা যাতে না ঘটাতে পারে নিউজিল্যান্ড তার দিকে খেয়াল রেখেছিল মিচেল স্টার্ক ও প্যাট কামিংস-রা। 

৪৬৮ রান তারা করতে গিয়ে ৬ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। পাহাড় সমান রান তাড়া করতে গিয়ে সামাণ্য মাটির ড্যালার মত ১ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান জিৎ রাভাল। বেশিক্ষন টিকে থাকতে পারে নি কেন উইলিয়ামসন ও রস টেলার-ও। যথাক্রমে ১৪ ও ২২ রান করে ডাগআউটে ফিরে যান তারা।  অধিনায়ক ও সহ অধিনায়ক ব্যার্থ হওয়ার পর, আর তেমন ভাবে কোউ অজিদের বোলিং-এর সামনে মাথা তুলে দাড়াতে পারে নি। ১৭১ রান করেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। 

অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করে মিচেল স্টার্ক ও প্যাট কামিংস। ৪৫ রান দিয়ে স্টার্ক পান ৪টি উইকেট, ৬৩ রান দিয়ে ৪টি উইকেট নেন ন্যাথান লিয়ন আর ৩১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন কামিংস। এর আগে ১৯৭৪ সালে অকল্যান্ডে, নিউজিল্যান্ড কে ২৯৭ রানে হারায় অস্ট্রেলিয়া।  তাই টেস্ট  ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার এই জয় দ্বিতীয় সর্বাধিক রানে জয়ের রেকর্ডের অধিকারী হয়েছে। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...