আদিবাসীদের ব্যাপারে মানুষকে অবগত করতে নয়া পদক্ষেপ নিল ওড়িশা সরকার। ‘ট্রাইবাল অ্যাটলাস অফ ওড়িশা’ নামে এক মানচিত্রের বই তৈরী করেছেন যেখানে রাজ্যের সকল প্রজাতীর আদিবাসী সম্প্রদায়ের জনসংখ্যা বিষয়ক ও সাংস্কৃতিক তথ্যের বিষয় দেওয়া থাকবে। সম্প্রতি ‘এসসি অ্যান্ড এসটি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট’ এবং ‘অ্যাকাডেমি অফ ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কাল্চার’-এর যুগ্ম সহযোগিতায় তারা একটি ৬০ পাতার অ্যাটলাস তৈরী করেছেন যেখানে সকল আদিবাসীদের জাত, সাক্ষরতা, লিঙ্গানুপাত, আর্থিক অবস্থা, দ্বান্দ্বিক অনুভূতি ও আরো বিভিন্ন ক্ষেত্রের বিষয় দেওয়া থাকবে। রাজ্যের মানুষকে আদিবাসীদের বিষয় জানাতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।