এটিকের শুরুটা ঠিক হল না

প্রতিবছরের ন্যায় এইবছরও শুরু হয়ে গেল ইন্ডিয়ান সুপার লিগ। প্রথম ম্যাচে কোচির জওহরলাল নেহেরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি এটিকে-কে ২-১ গোলে হারাল কেরালা ব্লাস্টার্স। প্রথমার্ধের ৬মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউগের গোলে এটিকে এগিয়ে গেলেও শেষ অবধি প্রতিপক্ষ স্ট্রাইকার ওগবেকের জোড়া গোলে হারতে হয় তাদের।

ম্যাচের শুরু থেকেই বেশ দাপুটে ফুটবল খেলছিল কলকাতা। বার বার মাঝ মাঠেই প্রতিহত হতে হচ্ছিল কেরালাকে। তবে ম্যাচের হাল পাল্টে যায় ৩০ মিনিটের মাথায় যখন নিজেদের ডি বক্সে ফাউল করে বলে এটিকে। ফলত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেয় ওকবেকে। সমতা ফেরানোর সাথে সাথে নিজেদের খেলার আমূল পরিবর্তন আনে ব্লাস্টার্স। আক্রমণে চাপ বাড়িয়ে একপ্রকার কলকাতাকে ব্যতিব্যস্ত করে তোলে কেরালা। ফলে আসে সুযোগও। প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটের মাথায় আবরও ওকবেকের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে এটিকে আপ্রাণ চেষ্টা করে সমতা ফেরাতে কিন্তু কোথাও সেই ‘পারফেক্ট ফিনিশ’ না থাকায় কেরালার পেনাল্টি বক্সে গিয়েও গোলের মুখ খুলতে পারে নি এটিকে। ফলাফল ২-১ গোলে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করে কলকাতা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...