অতনুর শুঁয়োপোকা

কথায় আছে লেখকের কোন জাত হয়না। কোন বাধা তার আমূল লেখনি শক্তি কে বাধা দিতে পারেনা। তেমনটাই প্রমান করে দিলেন সুদূর মার্কিন মুলুকে থাকা বাঙালি লেখক অগ্রদূত ঘটক। সমগ্র বাঙালি জাতি যখন নিজের ভাষাকে ভুলতে বসেছেন, যখন মানুষ বাংলা বলার থেকে বেশি আনন্দ পান 'জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসেনা'-একথা বলতে, ঠিক সেরকম প্রেক্ষাপটে দীর্ঘ চার বছরের পরিশ্রমেরই ফল লেখক অগ্রদূত ঘটকের 'অতনুর শুঁয়োপোকা'

         ৬১৬ পাতার এই উপন্যাস টি সম্প্রতি কলকাতার সাউথ সিটি মলের স্টারমার্কে প্রকাশিত হল। এই প্রকাশনী সভায় উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রচেত গুপ্তপ্রকাশ দীপ প্রকাশনের দীপতাংশু মন্ডল প্রমুখ। উক্ত উপন্যাসটিতে রয়েছে অতনু নামক বারো বছরের ছেলের প্রজাপতি হয়ে ওঠার গল্প।

লেখক অত্যন্ত সহজ ভাষায় উপন্যাসটি শুরু করলেও ধীরে ধীরে যত গভীরে প্রবেশ করেছেন উন্মুক্ত করেছেন প্রতিটি চরিত্রের অন্ধকার অতীত ও স্বার্থপরতার ইতিহাস। তবে লেখক এখানে পক্ষপাতহীন ভাবেই উপহার দিয়েছেন অন্য এক জীবন দর্শনের। তবে উপন্যাসটি যে মানুষে মন জয় করে নিয়েছে তা প্রকাশক দীপতাংশু ইতিমধ্যে জানিয়েছে। তবে বইটি কলকাতার বইমেলায় ও জেলার বইমেলা গুলিতে সাফল্য লাভ করতে পারবে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে কলেজ স্ট্রিটের বই পাড়া থেকে শুরু করে শহরের নামি শপিং মলের স্টারমার্ক-বইয়ের স্টল ও অনলাইন সাইট গুলিতে বইটি বিক্রি শুরু হয়ে গিয়েছে। এখন এই উপন্যাসের হার্ড কভার ও কিনতে পারেন পাঠকরা মাত্র ২৯৯ টাকার মূল্যে

এটা শেয়ার করতে পারো

...

Loading...