আশা ভোঁসলের শুভ জন্মদিন

১৯৩৩ সালে মঙ্গেশকর পরিবারে তাঁর জন্ম।যদিও তখনো কেউ জানত না এই পরিবারের দুই বোন সঙ্গীত জগতকে এতটা ঋদ্ধ করবেন| দিদি হলেন অবিস্মরণীয় গায়িকা লতা মঙ্গেশকর আর বোন আশা কে হিন্দি প্লে-ব্যাক গায়িকারূপেই সবাই বেশী চেনে| যদিও চলচ্চিত্রে গান গাওয়া ছাড়াও  আশা একাধারে পপ, গজল , ভজন, লোকসঙ্গীত, কাওয়ালী, শাস্ত্রীয় সঙ্গীতরবীন্দ্র সঙ্গীত জগতে তাঁর অবদান রেখেছেন|

 

আশা ভোঁসলে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪৩ সালে| তাঁর কন্ঠ  তাঁকে খ্যাতির শীর্ষে নিয়ে যাবে তা তিনিও হয়ত সেই সময়  ভাবেন  নি|  তাঁর  গলায় আছে  সুরের  ব্যাপ্তি  ও  বহুমুখতা| তিনি ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক ভাষায় গান গেয়েছেন| জীবনসঙ্গী হিসাবে যাকে পেয়েছিলেন এক মহানসুরকার আর ডি বর্মন কে|

২০০৬ সালের একটি সমীক্ষা থেকে জানা যায় তিনি প্রায় ১২০০০ গান গেয়েছেন।২০১১ সালে তাঁর নাম ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এনথিভুক্ত হয়েছিল| এছাড়াও তিনি ভারত সরকারের তরফ থেকে ‘পদ্মভূষণ’ পুরস্কার পান।

 অভিনয় জগতেও তাঁকে দেখা যায়, তিনি ‘মাই’ নামক ছবিতে অভিনয় করেছিলেন|

জিয়ো বাংলার তরফ থেকে ৮৫ তম  জন্মবার্ষিকীতে রইলো অশেষ শুভ কামান ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...