জীবিত নাকি মৃত প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক!

কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন হিথ স্ট্রিক। দক্ষিণ আফ্রিকায় তার চিকিৎসা করা হচ্ছিলো। বয়স ৪৯। জিম্বাবোয়ের কিংবদন্তী ক্রিকেটার তিনি। হঠাৎই গোটা ক্রিকেট জগতে নেমে আসে শোকের ছায়া। গোটা সমাজ মাধ্যমে একের পর এক বিশিষ্ট ক্রীড়াবিদরা পোস্ট করতে থাকেন তার মৃত্যুর শোকে শোকস্তব্ধ হয়ে। তার জাতীয় দলের একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গো, এমবাঙ্গাওয়া, সিন উইলিয়ামস ও পোস্ট করেছেন এই শোক-সংবাদ। কিন্তু কিছুক্ষন পরেই সামনে এলো অবাককরা সংবাদ। হিথ স্ট্রিক নাকি এখনো বহাল তবিয়তে জীবিত আছেন! এও কি করে সম্ভব?

wha

১৯৯৯সালে বিশ্বকাপের সময় তার সাথে মাঠে নেমেছিলেন হেনরি ওলঙ্গো। তিনি যখন ইনস্টাগ্রামে হিথের মৃত্যু সংবাদ পোস্ট করেন তখন তার বিশ্বাসযোগ্যতা বেড়ে যায় অনেকাংশেই। তবে কয়েক ঘন্টার মধ্যে সেই পোস্ট উড়িয়ে দেন হেনরি। একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন তিনি। সেখানে তিনি কথা বলেছেন প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিকের সঙ্গে। সেই ছবি থেকে যথেষ্ট স্পষ্ট যে হিথ স্ট্রিক এখনো জীবত।

processed-c0959394-6e96-48a4-a8a9-06a1f3b395ef_SXqB4hcM

মৃত্যুর খবর চাউর হতেই রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট প্রত্যেকেই শোক প্রকাশ করেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, তার ১২বছরের আন্তর্জাতিক ক্রিকেটের সফরে জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ৮৯টি ওয়ান ডে ম্যাচের অধিনায়ক ছিলেন তিনি। তিনিই  জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে ১০০উইকেট নিয়েছেন। সর্বসাকুল্যে তার ঝুলিতে ২১২টি উইকেট। ওয়ান ডে ফরম্যাটে ২৩৯টি উইকেট নেন তিনি। লাল বলের ফরম্যাটে রান করেছিলেন ১৯৯০ রান। ওয়ান ডে-র ক্ষেত্রে ২৯৪৩ রান রয়েছে তার ঝুলিতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারারেতে করেছিলেন টেস্ট সেঞ্চুরি।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে তে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। ২০০৫ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন হিথ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...