হঠাৎ অরিজিৎ-এর চোখে জল কেন? নেপালের কনসার্টের মাঝেই ছবি আঁকড়ে ধরলেন তিনি

বাংলা কিংবা হিন্দি সব গানেই মাতিয়ে রেখেছেন তিনি। গানপ্রেমীদের মুখে মুখে একটাই নাম শোনা যায়। তিনি অরিজিৎ সিং। মাটির সঙ্গে মিশে থাকতে ভালোবাসেন তিনি। কনসার্টের মঞ্চে গান ধরলেই প্রত্যেক শ্রোতারা ভেসে ওঠেন আবেগে। সবসময় অব থেকে উল্টো দিকেই হাঁটতে পছন্দ করেন তিনি।

এবার নেপালে কনসার্ট করতে গিয়েই আবেগে ভেসে উঠলেন গায়ক অরিজিৎ। গাইতে গাইতে গলা ধরে এল তাঁর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই আবেগময় ভর ভিডিওটি।

processed-4be3a39e-9b29-412a-ac75-1c134b54781b_7QXlGQ7K

সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে একটি কনসার্ট করতে গিয়েছিল অরিজিৎ সিং। কনসার্ট ভালোই চলছিল। হঠাৎ দর্শকদের মধ্যে একজন অরিজিৎ-এর হাতে তুলে দেন এক ফ্রেমে বাঁধানো ছবি। সেই ছবি দেখে থমকে জান তিনি। অরিজিৎ-এর চোখে কোণায় দেখা গেল জল। মঞ্চে গান বাজছে কিন্তু তিনি সেই ছবি ধরে থাকে। সেই ছবিটি হল তাঁর সদ্যপ্রয়াত মায়ের।

প্রথমে তিনি ভেবেছিলেন দর্শক বোধহয় এই ছবিটি দিয়েছে অটোগ্রাফ পাওয়ার জন্য।  মার্কার নিয়ে অটোগ্রাফ দিতে গিয়ে ইশারায় প্রশ্ন করলেন, ‘ছবিটি আমার জন্য?’ তারপরে তিনি হেসেই মায়ের ছবি বুকে চেপে ধরে নিয়ে রেখে আসলেন জায়গায়। তারপর ফের হাসিমুখে কনসারর্টে গান গেয়ে মাতিয়ে দিলেন গোটা নেপালকে।

২০২১ সালে প্রয়াত হন অরিজিৎ-এর মা, অদিতি সিং। ছোটবেলা থেকেই গানে গানে ছিলেন তাঁর মনে মা। নেপালে গিয়ে মায়ের ছবি পেয়েই আবেগে ভাসলেন সঙ্গীতশিল্পী।

অরিজিৎ সিংহের মতে তাঁর মধ্যেই বেঁচে আছেন তাঁর মা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...