পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিকে লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালাচ্ছে ভারত। ভারতীয় সেনার এই পদক্ষেপ নিয়ে বহু তারকা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার সেই ঘটনার জেরে এক গানের অনুষ্ঠান বাতিল করলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ।
৯ মে আবু ধাবিতে অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ ও তাঁর সহকারী দল। অরিজিতের টিমের তরফ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আবু ধাবির অনুষ্ঠান ৯ মে হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভেবেছি আমরা। ধৈর্য রাখার জন্য ও পরিস্থিতি বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।”
এর পাশাপাশি তাঁরা আরও জানিয়েছে, নতুনভাবে অনুষ্ঠানটি আবার কবে আয়োজিত হবে তা শীঘ্র জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আগে কেনা টিকিট প্রযোজ্য থাকবে। এছাড়াও যদি কোনও শ্রোতা টিকিট বাতিল করতে চায়, সেক্ষেত্রে তাঁকে টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল চেন্নাই শহরে একটি অনুষ্ঠান করার কথা ছিল অরিজিতের। কিন্তু পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে সেই অনুষ্ঠানও বাতিল করেছিলেন তিনি।