অপেক্ষা এবার পিঙ্ক চকোলেটের

চকোলেট নাম টার সাথে আমরা বাল্যকাল থেকেই পরিচিত| যদি আপনি একটু পুরনো তথ্য ঘেঁটে দেখেন তো জানবেন এই চকোলেট ছিল মানুষের বানানো সবথেকে পুরনো ক্যান্ডি, প্রায় ২০০০ বছর আগে এর জন্ম|

 আট থেকে আশি চকোলেট প্রিয় সবার! তবে আপনার কোনটি প্রিয়? ডার্ক চকোলেট নাকি মিল্ক চকোলেট? কারোর কারোর তো আবর হোয়াইট চকোলেট পছন্দ| তবে যদি বলি পিঙ্ক চকোলেট তৈরী শুরু হয়ে গেছে, আপনি কি খেতে চান পিঙ্ক চকোলেট?

হ্যাঁ, একটি বেলজিয়ান কোম্পানি, নাম ‘বেরি ক্যালেবাট’, ইতিমধ্যে তৈরী করে ফেলেছে পিঙ্ক চকোলেট| ১৯৯৬ সালে একটি বেলজিয়ান চকোলেট তৈরির কোম্পানি ‘ক্যালেবাট’ ও একটি ফ্রেঞ্চ চকোলেট কোম্পানি ‘কাকাও বেরি’ সম্মিলিত হয়ে এই ‘বেরি ক্যালেবাট’ কোম্পানিটি গঠিত|

 এখন তারা বাজারে আনলেন চকোলেটের নতুন ফ্লেভার, 'রুবি'| এই রুবি থেকেই তৈরী ‘পিঙ্ক চকোলেট’| সঠিক আকার ও মিশ্রণ দিয়ে এই পিঙ্ক চকোলেটটি তৈরিতে তাঁদের লেগেছে দীর্ঘ ১৩ বছর মেয়াদ| এই পিঙ্ক চকোলেট তৈরী করা হয় রুবি কোকো বিন্স থেকে| সোশ্যাল মিডিয়াতে এখন লাল রঙের চকোলেটকে অনেকে ‘রুবি চকোলেট’ বলেও সম্বোধন করছে| সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্র-এ ‘কিট-ক্যাট’ কোম্পানি প্রথম লঞ্চ করে তাঁদের রুবি ফ্লেভারের চকোলেট| পরে জাপান ও কোরিয়ার বাজারে তা চালু হয়।

এই চকোলেটকে সহজেই লোকে গ্রহণ করছে|

 আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই পিঙ্ক চকোলেট ছড়িয়ে পড়বে সমস্ত বাজারে, তবে এখন দেখতে হবে ডার্ক, মিল্ক ও হোয়াইট চকোলেটের মতো এই পিঙ্ক চকোলেট মানুষের মনের কতটা খুঁটি গাঁথতে পারে!

 ছড়িয়ে পড়বে সমস্ত বাজারে, তবে এখন দেখতে হবে ডার্ক, মিল্কহোয়াইট চকোলেটের মতো এই পিঙ্ক চকোলেট মানুষের মনে কতটা খুঁটি গাঁথতে পারে!

এটা শেয়ার করতে পারো

...

Loading...