পর্দায় আসছে 'অপরাজিত'

এই সময়ের সবচেয়ে চর্চিত সিনেমা। সোশ্যাল মিডিয়া থেকে উৎসবের মঞ্চ সর্বত্র আলোচিত। পক্ষে বিপক্ষে বিভাজিত বাঙালি। কেন্দ্র বিন্দুতে এক বাংলা ছবি। মত যাই হোক পক্ষে বা বিপক্ষে বহুদিন পর এমন হইচই দেখা গেল বাংলা ছবি ঘিরে। এবার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিনেমার পর্দায় আসছে 'অপরাজিত'। কালজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের জীবনী নির্ভর এই ছবিতে দেখা অপরাজিত রায়ের চরিত্রে অভিনয় করেছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ জিতু কামাল। সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অনিক দত্তের এই ছবির ট্রেলার যেখানে সত্যজিত রায়ের ভূমিকায় সকলকে চমকে দিয়েছেন জিতু কামাল। এই ছবি আসলে ছবির ভিত এক ছবি। ছবির গল্পে অপরাজিত রায়ের গল্পকে তুলে ধরেছেন পরিচালক। অপরাজিত স্বপ্ন দেখেন চলচ্চিত্র নির্মাণের। তবে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয় তাকে। যদিও সকল বাধা কাটিয়ে নিজের স্বপ্ন পূরণ করে অপরাজিত। তৈরি করেন 'পথের পদাবলী' ছবিটি। যে ছবির জন্যে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কারও পান। দেশের সেরা পরিচালকদের মধ্যে তাকেও ধরা হয়ে।

তবে ছবিতে জিতু কামাল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সায়নী ঘোষ, অনুশা বিশ্বনাথন, অঞ্জনা বসু, পরাণ বন্দোপাধ্যায়, বরুন চন্দ, অনুশুয়া মজুমদার সহ আরও অনেকে। ছবিতে সত্যজিত রায়ের স্ত্রীর বিজয়া রায় হয়ে উঠেছেন‌ বিমলা রায়। আর এই চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। আর ছবির প্রযোজনা করেছেন ফিরদৌসুল হাসান। তার প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। আগামী ১৩ মে বড় পর্দায় আসছে 'অপরাজিত' ছবিটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...