ফের রাজ্যে বৃষ্টির সম্ভবনা! এবার কি তাহলে বিদায় নেবে শীত? কি বলছে আবহাওয়া দফতর?

বসন্ত প্রায় এসেই গেছে। হাল্কা গরম ও শীত মিলিয়েই এবার আবহাওয়া তৈরি হবে। কিন্তু এই বছর শীত যেন যেতেই চাইছে না। রাজ্যকে আকড়ে ধরে রয়েছে শীত। দেখা যাচ্ছে যে কয়েকদিন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, কিন্তু মাঝে মধ্যেই কনকনে ঠান্ডা অনুভব করছে গোটা বঙ্গবাসী।

ঠিক এমনই তাপমাত্রার ওঠানামার পরিস্থিতির মধ্যে রাজ্যে বৃষ্টির আভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কি বলছে আবহাওয়া দফতর?

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। এই বৃষ্টির পূর্বাভাসের সম্ভবনা রয়েছে শুক্রবার পর্যন্ত। আরও জানা গিয়েছে যে উত্তরের একাধিক জেলারও এই বৃষ্টির হাত থেকে রেহাই নেই।

জানা গিয়েছে যে মঙ্গলবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা। এরপর বুধবার ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বুধবারেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলা।

হাওয়া অফিস জানিয়েছে যে বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে বৃষ্টি থামলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।

অন্যদিকে, মঙ্গলবার থেকে উত্তরের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, কিন্তু বুধবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলাতে অতি হালকা বৃষ্টির আভাস পেতে পারে। এছাড়া বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়।

এদিন মালদহ জেলাও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। এছাড়া বৃহস্পতি এবং শুক্রবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলার কয়েকটি এলাকায়।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে যে এই বৃষ্টির পরেই হয়তো শীত বিদায় নিতে পারে এবং তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তারা অনুমান করছে এই বৃষ্টির রেশ কেটে গেলেই রাজ্য জুড়ে ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে পারে।

সোমবার অর্থাৎ আজ সকালের দিকে হালকা কুয়াশা ছিল, কিন্তু বেলা বাড়তেই সেটা কেটে গিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তাই আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।

গতকাল, অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় দুই ডিগ্রি কম।

দেখা যাচ্ছে যে গত ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক লাফে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...