অনন্ত-রাধিকার প্রাক বিবাহের শেষ রাতে বাংলা গানে মঞ্চ মাতালেন শ্রেয়া-অরিজিৎ! মন্ত্রমুগ্ধ সকলে

সম্প্রতি জামনগরে চলছে উৎসব। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টর প্রাক বিবাহ উদযাপনে তিন দিন ব্যাপী উৎসবের শেষ দিন উদযাপন হল রবিবার  অর্থাৎ গতকাল। সেই উৎসবে শুধু ভারত নয়, সাক্ষী হয়েছেন বিদেশও।

অতিথি হয়ে এক ছাদের তলায় এসেছেন বলিউড-হলিউডের নামী দামি সেলেবরা। সকলের সামনেই সকলে পারফর্ম করে তাক লাগিয়ে দিয়েছেন। মেতে উঠেছে গোটা আম্বানি পরিবার সহ জামনগর।

উদযাপনের শেষ রাতের অন্যতম আকর্ষণ হল একটি মিউজিক্যাল পারফরম্যান্স দিয়ে। সেখানে সঙ্গীত আকর্ষণে ছিলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের মতো দেশি তারকাদের পাশাপশি আন্তর্জাতিক তারকারাও।

তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন, রবিবার সন্ধ্যার পোষাক কোডের নামকরণ করা হয়েছে ‘হস্তক্ষর’ যা মূলত ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক। দেশ বিদেশের ১৫ জনেরও বেশি শিল্পী পারফর্ম করেছেন।

তবে, এদিন শ্রেয়া-অরিজিতের ডুয়েটেই জমে উঠল আনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান।

জানা গিয়েছে রবিবার রাতে জামনগরের এই অনুষ্ঠানে নেমে এসেছিল একটুকরো বাংলার ছোঁয়া।

এদিন মঞ্চে একের পর এক গান গাইছেন শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং। আর তাঁদের পারফরম্যান্সের মাঝেই গিটার হাতে আসর মাতালেন প্রীতমও। ‘তেরি ওর’, ‘ঘর মোরে পরদেশিয়া’ একাধিক গান গাইলেন শ্রেয়া।

কিন্তু শ্রেয়া-অরিজিৎ যখন মঞ্চে ‘আমি যে তোমার’ গাইতে শুরু করলেন তখন দর্শকাসনে বসে থাকা আম্বানিদের তাবড় অতিথিরা সেই গানে একেবারে মন্ত্রমুগ্ধ। দেখা গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায় জুড়ে সেই পারফরম্যান্সের ভিডিওই ভাইরাল। অন্যদিকে, শাহিদপত্নী মীরা রাজপুতের ইনস্টা স্টোরিতেও মিলেছে সেই ঝলক।

এছাড়া শ্রেয়া-অরিজিৎ ছাড়াও তৃতীয় দিনে গান গেয়ে আসর মাতিয়েছেন লাকি আলি, সুখবিন্দর সিং, উদিত নারায়ণ সহ অনেকেরা। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...