কলকাতায় বচ্চনের মন্দির

তিলোত্তমা কলকাতার অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে নানা ঐতিহ্য। কলকাতার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে বহু মন্দির। তেত্রিশ কোটি দেব-দেবীরই মন্দিরের পাশাপাশি এই কলকাতার বুকে রয়েছে এমন এক মন্দির যার কথা শুনলে চমকে যাবেন আপনিও। খাস কলকাতার বুকে রয়েছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের মন্দির। অমিতাভের এক অন্ধভক্ত মিস্টার সঞ্জয় পাতোদিয়া কলকাতার বুকেই গড়ে তুলেছেন এক অভিনব মন্দির। সেই মন্দিরের দেবতা স্বয়ং বিগ-বি। মন্দিরের অন্দরে রয়েছে নানা কক্ষ। সেই কক্ষে অতি যত্নে সাজানো রয়েছে বিগ-বি র বিভিন্ন সময়ের বিভিন্ন ফটো। শুধু তাই নয়, এই বিশেষ মন্দিরে রয়েছে বিগ-বি অভিনীত "আক্শ" ছবির সেট থেকে আনা অলংকৃত ঘন সবুজ রঙের একটি চেয়ার। এখানে রয়েছে "অগ্নিপথ" ছবিতে অমিতাভের ব্যবহৃত একজোড়া সাদা চামড়ার পাদুকাও। মন্দিরের অন্দরে রয়েছে একটি কাঁচের বাক্সে বিগবি-র ছবি এবং তার ঠিক পিছনে রয়েছে একটি "জয় শ্রী অমিতাভ" লেখা এক নামাবলী। "জয় শ্রী অমিতাভ" এবং "হর হর অমিতাভ" মন্ত্র দিয়ে পুজো শুরু হয় এই মন্দিরে। সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই পুজো হয় এই অভিনব মন্দিরে। শুধু পুজো নয় এই মন্দিরের তরফ থেকে ওয়ার্ল্ড ফ্যানস ডে-তে আয়োজন করা হয় ব্লাড ডোনেশন ক্যাম্প, দুঃস্থ শিশুদের বস্ত্র বিতরণ, বইখাতা বিতরণের মতো সামাজিক কাজও করে থাকে মন্দির কর্তৃপক্ষ। শাহেনশার অন্ধ ভক্ত সঞ্জয় জানান, রামায়ণের যুগে ভরত যেমন ১৪ বছর রামের পাদুকা মাথায় করে রেখেছিলেন তেমনই তিনিও তার ভগবানের পাদুকা পুজো করেন। তিনি জানান, ভবিষ্যতে মন্দিরে অমিতাভের একটি সম্পূর্ণ মূর্তি সংযোজন করার ইচ্ছা আছে তার। যে মূর্তি সজ্জিত থাকবে তার নিজের ব্যবহৃত সানগ্লাস, ঘড়ি ইত্যাদি সামগ্রীতে। অবশ্যই মূর্তির পায়ে থাকবে এই একজোড়া সাদা জুতো যা এতদিন অমিতাভের প্রতিনিধি রূপে পূজিত হোতো।

এটা শেয়ার করতে পারো

...

Loading...