মহিলাদের জন্য ক্যাব সার্ভিস চালু হচ্ছে দিল্লীতে

মহিলাদের সুরক্ষিত রাখার উদ্দেশ্যে দিল্লীতে সম্প্রতি পুরোপুরি বেসরকারি ক্যাব সার্ভিস চালু হতে চলেছে। ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহরের যে কোনও জায়গায় যাওয়া যাবে ওই ক্যাবের মাধ্যমে। 'উইমেন উইথ হুইলস' নামে ওই পরিষেবা দেওয়া হবে। এয়ারপোর্টের ১৬ নং পিলারের কিয়স্ক থেকে ওই ক্যাবগুলো ছাড়বে।

                      শুধুমাত্র মহিলারাই এই ক্যাবে যাতায়াত করতে পারবেন, তার পাশাপাশি এই ক্যাবের চালকরাও হবেন শুধুমাত্র মহিলারাই। আজাদ ফাউন্ডেশন নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহিলা চালকদের নিযুক্ত করা হচ্ছে বলে জানালেন শাখা কনসালটেন্সি সার্ভিসের সিইও অরবিন্দ ভাদেরা। যদি সঙ্গে মহিলা যাত্রী থাকে, তবেই পুরুষেরা ওই ক্যাবে চড়তে পারবেন।

                            আর্থিকভাবে অস্বচ্ছল মহিলাদের ট্রেনিং দিয়ে প্রফেশনাল ক্যাবচালক তৈরি করছে আজাদ ফাউন্ডেশন। মহিলা চালকদের মধ্যে থেকে একজন জানালেন, চালকের ট্রেনিং নিয়ে তিনি এখন নিজের পায়ে দাঁড়ানোর উপযুক্ত হয়েছেন। স্বাধীনভাবে নিজের জীবন চালাতে পারবেন তিনি এখন। ওই বেসরকারি সংস্থাটি ২০ টি গাড়ি এবং ১০ জন চালক নিয়ে পরিষেবা শুরু করছে। পরবর্তীতে আরও বৃহৎ পরিষেবা দিতে  চান বলেও জানালেন সংস্থার সিইও। যে সমস্ত মহিলারা রাতের ফ্লাইটে এয়ারপোর্টে নামেন, তাঁদের যথেষ্ট অসুবিধে হয় ওই সময় ট্যাক্সি নিয়ে গন্তব্যে পৌঁছতে - এই অসুবিধের কথা মাথায় রেখেই মহিলা চালকের ভাবনা এসেছে বলেই জানিয়েছেন অরবিন্দ ভাদেরা। শহরের অন্যান্য ক্যাব যেমন ভাড়া নেয়, সেইরকমই ভাড়া নিতে হবে এই মহিলাদের ক্যাবে।

                       সুরক্ষার দিকটাও এই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। ক্যাবগুলিতে জিপিএস এবং প্যানিক বাটন রাখা হয়েছে। যাতে  চালক বা যাত্রী কোনও অসুবিধের মধ্যে পড়লে সাহায্য চাইতে পারেন। তাঁদের অন্য একটি সংস্থার সঙ্গে টাই-আপ হয়েছে, যাঁরা ২৪ ঘন্টা পরিষেবা দেবেন। সাহায্য চাওয়ার ৩০ মিনিটের মধ্যেই সহায়তা পৌঁছে যাবে। শাখা কনসাল্টিং উইংস মহিলাদের জন্য ক্যাব সার্ভিস ইন্দোর, জয়পুর এবং কলকাতাতেও চালু করার কথা ভেবেছে বলে জানান সংস্থার সিইও।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...