বার্সেলোনার বইয়ের ঝর্ণা

আজ বলব বইয়ের ঝর্ণা বা `Book Falls'-এর কথা। অবাক লাগলেও প্রায় ৯ বছর ধরে বার্সেলোনাবাসী এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হচ্ছেন। তবে এখানে কিন্তু ফলস অর্থাৎ ঝর্ণা মনে হলেও ইংরেজি বানানগত একটু পরিবর্তন হলেও অত্যুক্তি হবে না। বলব সে কথা।

BookFalls1

জানলা দিয়ে প্রায় হাজার পঞ্চাশেক বই বেরিয়ে চলেছে। দূর দেখে দেখলে ‘বইয়ের ঝর্ণা’ মনে হলেও এটি স্পেনের বিখ্যাত স্থপতি অ্যালিসিয়া মার্টিনের অভাবনীয় শিল্পশৈলী। এরকম তিনটি স্তম্ভের সাক্ষী হচ্ছে গোটা শহর। একটি প্রাচীন দুর্গ, একটি পুরনো ম্যানসন এবং শিল্পী নিজের বাড়ির জানলা থেকেই এভাবে বইয়ের ঝর্ণার মডেল তৈরী করে নাম দেন ‘বায়োগ্রাফিস’।

BookFalls2

দেখতে বইয়ের মতো হলেও এই শিল্পের জন্য কোনো বই নষ্ট হয়নি। প্রায় পঞ্চাশ হাজার বইয়ের মলাটের ফটোকপি দিয়ে তৈরি পুরো স্তম্ভটি। সেই সঙ্গে স্তম্ভের ভিতরে ধাতব কাঠামো দিয়ে শক্তিশালী করা হয়েছে। আর মানুষ এই স্তম্ভের অবাক করা সৌন্দর্য্যে কৌতুহলবশতঃ এগিয়ে আসেন। স্মার্টফোন, কিন্ডেলের যুগে বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতেই শিল্পীর এই সৃষ্টি। আর খোলা জানলা দিয়ে এমন বই ঝরে পড়ছে এই দেখে মানুষের আগ্রহ কম নেই, ছবি তোলার পাশাপাশি নতুন বইয়ের নামের সন্ধান পেতেও আসেন তারা। আর পাঠককুলের ক্রমবর্ধমান সেই আগ্রহ নেহাত শিল্পীর কম প্রাপ্তি নয়। তবে এই ‘বায়োগ্রাফিস’কে বানানগত দিক থেকে ‘Book False’ বললেও অত্যুক্তি হবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...