দলের পারফরম্যান্স নিয়ে কোচের সাথে বৈঠক লাল হলুদ কর্তাদের

দলের হাল দেখে কোচের সাথে আজ বৈঠকে বসার কথা লাল হলুদ শীর্ষকর্তাদের। পারফরম্যান্স বিচার করে দলের হাল ধরার জন্যই এই প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।

আজ বৈঠকে কোচ আলেহান্দ্রোর কাছে জানতে চাওয়া হবে কেন বারবার ব্যার্থ হচ্ছে দল। ক্লাবের ঘুরে দাঁড়ানোর জন্য কোনও সাহায্যের প্রয়োজন তা জানতে চাওয়া হবে কোচের কাছ থেকে। জানুয়ারিতে দলবদলের দ্বিতীয় উইন্ডো খোলার পর এখনও নতুন কোনও প্লেয়ারকে সই করানো হয়নি। এই বছর এখনও অবধি কোনও ট্রফি পায়নি লাল হলুদ কর্তারা। তাই ট্রফির লক্ষ্য নিয়ে দল গোছাতে চাইছে ক্লাব। এই টালমাটাল পরিস্থিতিতে নতুন ভাল বিদেশি খেলোয়াড় দরকার হলে কর্তারা নিজেরাই উদ্যোগ নিয়ে নতুন বিদেশি নিয়ে আসবেন। কোচ ও বিনিয়োগকারী কর্মকর্তাদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনিয়োগকারী সংস্থার সাথে কর্তাদের ঝামেলা অনেকদিন ধরেই চলছে। এই অবস্থায় নতুন বিনিয়োগকারী ক্লাবে নিয়ে আসতে চায় কর্তারা। স্কটল্যান্ডের একটি ক্লাবের সাথেও এই বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। এই অবস্থায় দাড়িয়ে আজ এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল এর কাছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...