বায়ুদুষণ বেশি ভারতে

তৎকালিন সময়ে পৃথবীর একমাত্র বিভিষিকা হল বায়ু দুষন। যখন বৈজ্ঞানিক ও পরিবেশ বিসারদরা পৃথিবীকে এই আসন্ন সংকট থেকে মুক্ত করার জন্য ব্যস্ত তখন সেই জল্পনা আরো উস্কে দিল ওয়ার্ল্ড হেল্থ অরগ্যানাইজেশনের সমীক্ষা। তারা জানান যে পৃথিবীর ২০টি সবচেয়ে দুষিত শহরদের মধ্যে ১৪টি ভারতে। সেই তালিকায় প্রথমে আছে উত্তর প্রদেশের কানপুর। সেখানে বাতাসে ভাসমানকণার পরিমান নিরাপদ স্থরের থেকে ১৭ গুন বেশি। তার পরেই আছে ভারতের রাজধানী দিল্লী ও লাগোয়া শহর ফরিদাবাদ। উত্তর প্রদেশের বারানসি-ও কোনো অংশে পিছিয়ে নেই বাকিদের থেকে। পরিবেশ বিশষজ্ঞদের মতে উন্নয়ন ও শিল্পায়নের দিকে নজর রাখতে গিয়ে পরিবেশ সুরক্ষা দৃষ্টিগোচর হয়ে গছে এই শহরগুলিতে যা বায়ুদুষনের প্রধান কারণ বলে মনে করছেন তারা   

এটা শেয়ার করতে পারো

...

Loading...