বরখাস্ত এয়ার ইন্ডিয়ার সিনিয়র পাইলট

আবার খবরে এয়ার ইন্ডিয়ার পাইলট। যাত্রীদের সামনে পাইলট-ক্রু’র  হাতাহাতির পর, এবার সিনিয়র পাইলটের বিরুদ্ধে চুরির অভিযোগ।

বিমান বন্দরের একটি ডিউটি ফ্রি শপ থেকে ওয়ালেট চুরির অভিযোগ উঠেছে সংস্থার এক সিনিয়র পাইলটের বিরুদ্ধে। রোহিত ভাসিন নামে ওই পাইলট উড়ানের অন্যতম ক্যাপ্টেন ছিলেন রিজিওন্যাল  ডিরেক্টরেরও দায়িত্বও ছিল তাঁর কাঁধে।

শনিবার সিডনি বিমানবন্দরে ঘটনাটি ঘটে। তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার আঞ্চলিক ম্যানেজার। তারপরই তদন্ত শুরু করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সাময়িকভাবে বরখাস্ত করা হয় তাঁকে।

রোহিত ভাসিন এয়ার ইন্ডিয়ার কম্যান্ডার পদের সিনিয়র পাইলট ছিলেন। গত ২২ জুন সিডনি থেকে দিল্লিগামী এআই ৩০১ ফ্লাইটের দায়িত্বে ছিলেন পাইলট হিসেবে। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০.৪৫ মিনিটে ফ্লাইটটি ওড়ার কথা ছিল।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তরে এয়ার ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘বিমানে ওড়ার আগে বাড়ি থেকে একটা ফোন আসে। জানতে পারেন তিনি দাদু হয়েছেন। সে খবরে উত্তেজিত হয়ে পুত্রবধূর জন্য উপহার কিনতে যান। কিন্তু দেরি হয়ে যাচ্ছে দেখে ওই শপে ভুলবশত টাকা না-দিয়েই বিমানের দিকে দৌড়তে শুরু করেন। দাম না মেটানোর ব্যাপারটা যখন খেয়াল হয় তখন বিমান আকাশে। অনেক দেরি হয়ে গিয়েছে।'

অভিযুক্ত পাইলট দিল্লি বিমানবন্দরে ফেরার সঙ্গে সঙ্গে সাসপেনশনের চিঠি পাঠিয়ে দেওয়া হয়। তাঁর আই কার্ডও জমা নিয়েছে সংস্থা ঘটনার তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবেন না তিনি। তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।

    

এটা শেয়ার করতে পারো

...

Loading...