অপুর প্রত্যাবর্তন

দীর্ঘ ৬০ বছরের ব্যবধানের পর, ফের বড় পর্দায় আসতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমরসৃষ্টি অপু'অপরাজিত' উপন্যাসের শেষের কয়েকটি পাতা থেকেই তৈরী হবে ছবি 'অভিযাত্রিক'। তবে এই ছবির সঙ্গে সত্যজিৎ রায়ের ছবির যে কোনও সম্পর্ক নেই তা স্পষ্ট জানিয়ে দেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। ছবিটিতে মূলত ফুটে উঠবে অপু এবং তার ছেলে কাজলের সম্পর্ক। সত্যজিৎ রায়ের অপু পর্বের শেষ ছবি 'অপুর সংসার' মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালে। ছবিটিতে দেখা গিয়েছিলো স্ত্রীর মৃত্যুর পর সংসারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দেয় অপু। পরে আবার ফিরে আসে সংসারে। 'অপরাজিত' উপন্যাসে অপু এবং কাজলের আরও কাহিনী রয়েছে। সেই সব কাহিনী তুলে ধরবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। পরিচালক শুভ্রজিৎ মিত্রের  'অভিযাত্রিক'-  দা ওয়ান্ডার লাস্ট অফ অপু শুটিং হবে ভারতবর্ষের নানা প্রান্তে। চলতি বছরেই শুরু হবে ছবির শুটিং। তবে কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক তথা প্রযোজক কেউই। এবছরেই ছবিটির শ্যুটিং হচ্ছে যখন, তখন আমরা আশা করতেই পারি, কিছুদিনের মধ্যেই ছবিটি দেখতে পাব। কেমন হবে অপুর জার্নি নিজের ছেলের সঙ্গে, দেখতে হলে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...