দুবাইয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই শিল্প সম্মেলনে কে কে থাকবেন?

স্পেন থেকেই দুবাই চলে যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুবাই পর্যটন, শিল্প, এবং বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নের সন্ধানে গিয়েছেন। স্পেন থেকে আসার পর, তিনি দুবাই বন্দরের পরিদর্শন করার পর, বাংলার শিল্প সেক্টরের উন্নয়ন সম্বন্ধে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অন্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এই বৈঠকে দুবাই বন্দরের ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো, এবং শিল্পতালুক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালেই বার্সেলোনা থেকে দুবাই এসে পৌঁছন। শুক্রবার দুপুরে দুবাইয়ে শিল্প বাণিজ্য সম্মেলন ছিল সেখানেই উপস্থিত ছিলেন মমতা। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা -সহ দেশের বিশিষ্ট শিল্পপতিরা। অন্যদিকে দুবাইয়ের শিল্পপতিরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। এরপর প্রবাসী ভারতীয়দের সাথে একটি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

CM-Dubai-industry_1

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, "আমরা বিশ্বের দ্বিতীয় কোল-বেল্ট এর একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা এই ক্ষেত্রে বিনিয়োগ করছি। আমাদের রাজ্যে হেলিকপ্টার পরিষেবা, ২৬টি স্টেশন, এবং ১০০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে। আমাদের ন্যাশনাল করিডর এর মধ্যে বাংলাদেশ, ভুটান, নেপাল, মায়ানমার, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অংশ অন্তর্ভুক্ত আছে।"

তিনি আরও বলেন, “আমাদের ন্য়াশনাল করিডর রয়েছে, যার মধ্য়ে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, মায়ানমার আছে, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটা অংশও আছে। এটা উত্তর-পূর্বের গেটওয়ে। আমি অত্য়ন্ত গর্বের সঙ্গে বলছি, আমরা ৯৯ শতাংশ নাগরিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি। সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা এই সব প্রকল্পে অন্তর্ভুক্ত।”

বাংলায় লগ্নি টানতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এর আগে রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন তিনি। এক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি আগামী দুই দিন সেখানে থাকবেন। এটাও জানা গিয়েছে, ২৩-এ সেপ্টেম্বর দুবাই থেকে কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...