‘শিবপুর’ ছবির পর ফের অরিন্দম ভট্টাচার্য্যের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

আগামী ৩০ জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অরিন্দম  ভট্টাচার্য্যের পরিচালনায় ‘শিবপুর’। সেই ছবি মুক্তির আগেই  পরিচালক অরিন্দম ভট্টাচার্য ঘোষণা করলেন তাঁর পরবর্তী কাজের কথা। আসছে তাঁর নতুন ছবি ‘দুর্গাপুর জংশন’। ‘শিবপুর’ ছবির পর ফের অরিন্দম ভট্টাচার্য্যের সঙ্গে কাজ করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

processed-2987b775-b571-4f49-8bae-dd38dd7d012f_Y86czYW7

আমেরিকায় ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য। এক তরুণ পুলিশ অফিসারের সাহায্যে, এক সাংবাদিকের সেই রহস্যের গভীরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টার গল্প ‘দুর্গাপুর জংশন’ ছবির বিষয়।

মূল ঘটনাস্থল আমেরিকা। ছবির কাহিনি দুর্গাপুরের প্রেক্ষাপটে।

ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হবে দুর্গাপুরে। বাকি অংশের শ্যুটিং হবে বোলপুর আর কলকাতায়।

সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকাকে। পুলিশ অফিসারের চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায়। এছাড়া ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে একাবলী খন্না, রাজদীপ সরকার, প্রদীপ ধর প্রমুখকে। ছবির গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনিই। ‘স্ক্রিন স্টিলার্স’-এর নিবেদনে তৈরি হবে ‘দুর্গাপুর জংশন’, সহ প্রযোজনায় শম্পা চৌধুরী, দেবশ্রী সাহা, জয়দীপ পাল, অম্বুজ চতুর্বেদী, সৌমিত্র দে।

‘অন্তর্লীন’, ‘ফ্ল্যাট নং ৬০৯’, ‘অন্তর্ধান’ এবং ‘শিবপুর’-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘দুর্গাপুর জংশন’-এর সম্পর্কে পরিচালক বলেন, ‘আমার আগামী ছবির বেশিরভাগই মূলত দুর্গাপুরে শ্যুটিং হবে। 

তিনি আরও জানান যে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা আছে চলতি মাসেই। জুন ও জুলাই মাসে দুর্গাপুর, বোলপুর এবং কলকাতার বিভিন্ন লোকেশনে শ্যুট হবে। যদি সব ঠিকভাবে পরিকল্পিত ভাবে চলে তাহলে, ২০২৩ সালের শীতকালে মুক্তি পাবে ‘দুর্গাপুর জংশন’।

এটা শেয়ার করতে পারো

...

Loading...