আধার, হরতাল জায়গা পেল অক্সফোর্ড ডিকশনারিতে

অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিটির সর্বশেষ সংস্করণে অন্তর্ভুক্ত হলো ২৬টি নতুন ভারতীয় শব্দ| যার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আধার’| এছাড়াও ‘চাউল’, ‘ডাব্বা’, ‘হরতাল’, ‘শাদির’ মত হিন্দি শব্দগুলো জায়গা করে নিয়েছে ডিকশনারিতে ইংরেজি শব্দগুলির মধ্যে | শব্দগুলি ইংরেজি না হলেও বিদেশে এর বহুল ব্যবহার ও জনপ্রিয়তার কারণে জায়গা করে নিয়েছে ডিকশনারিতে | শুক্রবারে অভিধানের দশম সংস্করণটি প্রকাশ করার পর জানা গিয়েছে ৩৪৪ টি ভারতীয় ইংরেজি শব্দ ডিকশনারিতে অন্তর্ভুক্ত করা হয়েছে| এছাড়াও চ্যাটবোট, ফেক নিউজ এবং মাইক্রোপ্লাস্টিকের মতো এক হাজারেরও বেশি নতুন শব্দ স্থান পেয়েছে নতুন সংস্করণে |

নতুন শব্দ অন্তর্ভুক্তির ব্যাপারে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) জানিয়েছে অভিধানটি বছরের বিভিন্ন সময়ের বিভিন্ন ভাষার পরিবর্তন এবং তার বিবর্তনের দিকে লক্ষ্য রাখে এবং যে নতুন ভাষা ও উদাহরণগুলি তালিকাভুক্ত হয় তা প্রাসঙ্গিক এবং যুগোপযোগী হচ্ছে কিনা তা নিশ্চিত করেই এই নতুন সংস্করণ প্রকাশ করা হয়| এই সংস্করণে ২৬টি নতুন ভারতীয় ইংরেজি শব্দ রয়েছে যার মধ্যে ২২ টি অভিধানে ছাপা রয়েছে। অন্য চারটি ডিজিটাল সংস্করণে রয়েছে, বলে ওইউপির ম্যানেজিং ডিরেক্টর (শিক্ষা বিভাগ) ফাতিমা ডাডা জানিয়েছেন। অভিধানে নতুন কিছু শব্দ রয়েছে যাদের জন্ম ভারতে সেগুলি হলো আন্টি, বাসস্ট্যান্ড, ডিমড ইউনিভার্সিটি, এফআইআর, নন-ভেজ , রিপ্রেসাল, টেম্পো, টিউব লাইট, ভেজ এবং ভিডিওগ্রাফ |

এটা শেয়ার করতে পারো

...

Loading...